আমাদের কথা খুঁজে নিন

   

সাকিব আল হাসানের একটি অন্য রকম রেকর্ড

তথ্য আদান প্রদান এর মাধ্যমে জ্ঞ্যান অর্জন করুন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সাথে যা পারফর্ম করছে তাতে ক্রিকেট নিয়ে আর লিখতে ইচ্ছে করেনা।যাই হোক আমরা সবাই জানি সাকিব আল হাসান বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার।সর্বশেষ (২৩/১১/১২) অনুযায়ী ২৭ টি টেস্টে তার ১৭২১ রান সহ ৯৮ টি উইকেট,এবং ১২৬ টি ওডিআই তে তার ৩৬৩৫ রান সহ ১৬০ টি উইকেট। এখন আসি সেই রেকর্ড টির কথায়,রেকর্ড টি হলো আন্তর্জাতিক ওডিআই সিরিজ গুলো তে সবচেয়ে বেশি ম্যান ওফ দা সিরিজ হওয়ার ক্ষেত্রে সাকিব ১২ জনের ভিতর আছেন। এই টপ ১২ জন ও ব্র্যাকেটে তাদের ম্যান ওফ দা সিরিজ হওয়ার সংখ্যা দেওয়া হল SR Tendulkar(১৫), ST Jayasuriya(১১),SM Pollock(৯),IVA Richards(৭),CH Gayle(৭),Yuvraj Singh(৭),SC Ganguly(৭),RT Ponting(৭),MS Dhoni(৬),JH Kallis(৬),Inzamam-ul-Haq(৬),Shakib Al Hasan(৫) মজার ব্যাপার এই তালিকা সব চেয়ে কম ম্যাচ খেলেছেন সাকিব মাত্র ১২৬ টি ও সিরিজ ৩৭ টি। শচিন ৪৬৩,জয়সুরিয়া ৪৪৫ টি বাকি দের সবাই ২০০,৩০০ এর উপর।এক মাত্র ভিভ রিচার্ডস ১৮৭ টি খেলে সাকিব এর কাছাকাছি তাও সাকিব এর ৬১ টি বেশি !! আমরা বাংলাদেশী হিসেবে গর্বিত হতে পারি এই সব গ্রেট প্লেয়ার দের সাথে একজন বাংলাদেশী ও আছে। লিংক ( মোস্ট ম্যান অফ দা সিরিজ ইন ওডিআই সিরিজ )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.