আমাদের কথা খুঁজে নিন

   

স্বরাষ্ট্রমন্ত্রি ও মুন্নি সাহা আমার বুকে আসেন।

জড় এক প্রসঙ্গ কাঠামোর নিবিড় পর্যবেক্ষক :P প্রথম বিশ্বযুদ্ধের সময় চারিদিকে লাশ আর শোকের স্তব্ধতা। শোকে বিহ্বল বিশ্ববাসীর মুখে হাসি ফোটানোর দায়িত্ব কাঁধে তুলে নেন চার্লি চ্যাপলিন। তার অদ্ভুত কর্মকান্ড দেখে মানুষ আপনজন হারানোর বেদনা ভুলে হো হো করে হেসে উঠেছিল। সাভার ট্র্যাজেডির পর বাংলার চার্লি চ্যাপলিন রূপে আবির্ভুত হন আমাদের শ্রদ্ধেয় স্বরাষ্ট্রমন্ত্রি এবং তারই যোগ্য উত্তরসূরি মুন্নি সাহা। মাননীয় মন্ত্রি এবং পরম শ্রদ্ধেয় মুন্নি সাহাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে লাল সালাম।

দেশের মানুষ আজ হীরা চিনতে ভুল করছে, কিন্তু আমি নিশ্চিত এখন থেকে ৫০ বছর পর মানুষজন আপনাদের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করবে। আপনাদের কর্মকান্ড নিয়ে নির্মীত চলচিত্র অস্কার মনোনয়ন পাবে। এখানেই শেষ নয় নিচের খবরটি পড়ার পর 'বাংলাদেশ সেনাবাহিনী' আর 'বাংলাদেশ পুলিশকে' লাল সালাম জানানোও আমার কর্তব্যের মধ্যে পড়ে গেল---- "বাংলাদেশ গেমস কাবাডির সেমিফাইনালে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ দলের খেলোয়াড়দের মধ্যে ভয়াবহ সংঘর্ষ। পুলিশ কাবাডি দলের বেধড়ক পিটুনিতে মোহাম্মদ মুসা সহ সেনাবাহিনীর কয়েক খেলোয়াড় এবং কর্মকর্তা গুরতর আহত হয়েছেন। " এই খবরের বাকি অংশ কি এরকম হবে? "এ সময় উত্তেজিত জনগন এসে লাঠিচার্জ করে পুলিশ এবং সেনাবাহিনীকে ছত্রভঙ্গ করে দেয়।

এ সময় পুলিশ ইট-পাটকেন নিক্ষেপ করলে জবাবে সাধারন জনগনও টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে " এখন বলুনতো বাংলাদেশ পুলিশ কোন মন্ত্রনালয়ের অধীনে? আপনার উত্তর একদম সঠিক। জাতিকে বিনোদন দেয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের এই নিরলস চেষ্টা এই সপ্তাহে দ্বিতীয়বারের মত আমার নেত্রকোনা প্লাবিত করে :'( :'( ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।