আমাদের কথা খুঁজে নিন

   

।। হারানো জাহাজ ।।

বাঙলা কবিতা হাজার হাজার কিলো সুদূরের পথ বিরুদ্ধ কুয়াশাবৃত্ত তারও কেন্দ্রে অদৃশ্য ও স্তব্ধতার ধোঁয়ামূর্তি স্বেচ্ছানির্বাচিত সেই দমবন্ধ পাথরজীবন রাত্রির বাতাসে তবু ভেসে আসে তোমারই তো ঘ্রাণ, কণ্ঠস্বর এজীবন্ত কবরবসতি জুড়ে নির্জন অন্ধকার সুগন্ধী ও উষ্ণ হয়ে ওঠে হাত বাড়ালেই দেখি আঙুলে জড়িয়ে যাচ্ছে চুল মন বাড়ালেই দেখি পুরাতন ভুল ধুয়েমুছে মিটে যাচ্ছে অশ্রুপ্লাবণে এইসব আকাঙ্ক্ষার অন্ধকারে রাত্রি এক বাস্তব পাহাড় খাঁড়ি বেয়ে হামাগুড়ি দিতে দিতে উঠে আসে স্নিগ্ধ প্রত্যূষ এই তো কদিন আগে আমাদের যৌথঅশ্রু শুষে নিয়ে নেমেছিলো রাতের বর্ষণ শ্বাসরুদ্ধ বিদায়ের অধিগর্ভ রাতে; হাতের তালুতে সেই বিলিকাটা রাত কেশচুম্বন নিয়ে বসে আছে শ্রবণ ও দৃষ্টিপ্রতিবন্ধী এক পঞ্জিকার ম্লান পৃষ্ঠাজুড়ে আর এতো বরফজমাট অন্ধকার রাত্রিসাঁতারে রোজ পৌঁছে যাচ্ছি ভূতপূর্ব স্মৃতির বন্দরে তাকেই নিশানা ক'রে ফিরে এসো হারানো জাহাজ ওখানে মুহূর্তগুলো জমায়েত হতে হতে উৎসবের আয়োজন করে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।