আমাদের কথা খুঁজে নিন

   

"রুপা একা জানালায় এখনও জানে না সে হায়... হিমু আর কোনদিন, কোনদিন আসবে না.."

যা বিশ্বাস করি না, তা লিখতে-বলতে চাই না, পারবোও না। কিন্তু যা বিশ্বাস করি, তা মুখ চেপে ধরলেও বলবো, কলম কেড়ে নিলেও লিখবো, মারলেও বলবো, কাটলেও বলবো, রক্তাক্ত করলেও বলবো। আমার রক্ত বরং ঝরিয়েই দাও, ওদের প্রতিটি বিন্দুর চিৎকার আরও প্রবল শূনতে পাবে। হুমায়ুন স্যারকে বড্ড মনে পরে.... নন্দিত নরকে কেমন আছেন উনি জানতে ইচ্ছে করে খুব.... স্যার, হিমু কি আর কোনদিন হাঁটবেনা খালি পায়ে? তাহলে কেন হিমুকে পথিক বানালেন? চমত্কার এই গানটি শুনেছেন? স্যার হুমায়ুন আহমেদকে নিয়ে লেখা একটি মায়াময় তথা মোহময় গান। শুনতে গেলে যেন কোথায় হারিয়ে যেতে হয়। যখন গেয়ে উঠে "তুমি শান্তিতে ঘুমাও গল্পের জাদুকর!" আমি মেনে নিতে পারিনা!! মনে হয়, স্যার নেই! কেন নেই! কেন! গল্পের জাদুকর ______________ এই ব্যস্ত নগরের অলিগলি ধরে কোন এক জোছনা রাতে হাঁটছিল সে নিয়ন আলোতে ক’টি নীলপদ্ম হাতে হাঁটতে হাঁটতে পৌঁছে গেল ময়ূরাক্ষীর তীরে যেই হঠাৎ দেখে শূন্য সবই কোথাও কেউ নেই রুপা একা জানালায় এখনও জানে না সে হায় হিমু আর কোনদিন, কোনদিন আসবে না সব যুক্তির মায়াজাল রহস্যের সব দেয়াল মিসির আলী আর কোনদিন, কোনদিন ভাঙবে না পেয়ে গেছে খবর সে, তাই প্রার্থনা নিরন্তর তুমি শান্তিতে ঘুমাও গল্পের জাদুকর! আর কোন ট্রেনে হবে না ফেরা তার গৌরীপুর জংশনে বিশুদ্ধ মানুষ হতে পারবে কি শুভ্র প্রশ্ন রয়েই যাবে মনে গৃহত্যাগী জোছনায় দরদী গলায় গাতক মতি মিয়া গাইবে না হাওরের মাঝি আর করবে না পারাপার, ভাটির দেশের নাও বাইবে না চিত্রা, বাদল, জরী, পারুল হারালো অচিনপুরেই শেষে, অনন্ত নক্ষত্রবীথি ছাড়া আর কোথাও কেউ নেই রুপা একা জানালায় এখনও জানে না সে হায়--- গল্পের জাদুকর বিতর্কের জাল জানি রবে চিরকাল ঘিরে তোমারই চারিদিকে তবু তুমি রবে বেঁচে তোমার সৃষ্টির মাঝে তোমারই এ নন্দিত নরকে তোমারই সাথে কত অদ্ভুত পথে যে পথিক হেঁটে গেছে আলো আঁধারে তুমি রবে বেঁচে সেই পথিকের বুকে ভালোবাসার শঙ্খনীল কারাগারে... 'গল্পের জাদুকর' লেখা ও সুর: চমক হাসান গিটার ও কমপোজিশন: ফজলে রাব্বি বুকটা ভেঙ্গে যায়, অর্থহীন লাগে জীবনটা, স্যার চলে গেলেন........ বড় আশা ছিল আমার সন্তান কে একদিন আঙ্গুল উচিয়ে দেখিয়ে দেব, "দেখো দেখো, উনি হচ্ছেন তিনি, আমার মত শত অপদার্থের স্বপ্নের কারিগর! প্রতিটি তাজা প্রাণে একটি করে হিমুকে জন্ম দেয়া পিতা ইনি..... দেখো... দেখো ..... হলনা................... তুমি শান্তিতে ঘুমাও গল্পের জাদুকর........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.