আমাদের কথা খুঁজে নিন

   

আব্রামোভিচের মত নেমক হারাম ক্লাবের মালিক আমি এই পর্যন্ত দেখি নাই। টাকার গরমে ওর মাথার ঘিলু আউট হইয়া গেছে গা!

আমার সাধ না মিটিল, আশা না পুরাল, সকলে ছাড়িয়া যায় মা আব্রামোভিচের নেমক হারাম ক্লাবের মালিক আমি এই পর্যন্ত দেখি নাই। টাকার গরমে ওর মাথার ঘিলু আউট হইয়া গেছে গা! চেলসির নাম কে জানত ? কি একটা টিম ছিল চেলসি? যে টীমরে কেও আগে গননাতেই ধরত না সেই টীম কিনা টাকা ধাইল্লা নামি দামি খেলোয়াড় কিনলি। কিন্তু খালি খেলোয়াড় থাকলেই কি শিরপা যেটা জায়ে নাকি? আনল মরিনহোরে। মরিনহো টানা ২ বার চেলসিরে বিপিএলের শিরোপা জেতানোর পরো খালি চ্যাম্পিন্স লীগের শিরোপা জিতাইতে পারে নাই তাই একপ্রকার কিক মেরেই বের করে দিল। দ্বৈত দিল আব্রাহাম গ্রান্টরে।

সেই একটা বি্পিএলের শিরোপা জিতাইছে। ওরেও কিক মারল কারন চ্যাম্পিন্স লীগের শিরোপা জিতাইতে পারে নাই দেখে। আনল স্কলারিরে। তবে স্কলারি সফল হতে পারে নাই। এর আগের দুইতা সফল ছিল টাও টিকবার পারে নাই।

আর স্কলারি তো ব্যর্থ। এরেও বাদ। আনল আন্দ্রে ভিয়াস বোয়াসরে। ইনি আরও বেশি ব্যর্থ। চেলসি যখন দিসে হারা বিপিএলে ৪ নাম্বার হইয়া শেষ করে চ্যাম্পিন্স লীগে থাকতে পারবে কিনা সেই অবস্থা থেকে পুরা চ্যাম্পিয়ন্স হয়ে গেল।

টাও বার্সা আর বায়ার্নের মত টীমরে হারাইয়া। যদি আমি বার্সা করি আর তবু খুসি হইছিলাম যে রাসিয়ান টাকার কুমির আব্রামোভিচের সপ্ন টা পূর্ণ হইছে। কিন্তু টাকা থাকলে যে মানুষের মনে কৃতজ্ঞতা বোধ থাকেনা সেইটা আবার প্রমান করলো বেটা। যে কোঁচ চ্যাম্পিয়স্ন শিরপা জিতাইল হেরেই কিক মেরে দিল। মানলাম খারাপ খেলচে তাই বলে কিক মেরে দিবি?।

তরে যে একটা চ্যাম্পিয়নস লিগ শিরপা দিল সেইটার কোন দাম নাই? শালা নেমক হারাম। ম্যানসিস্টারের পাসের ক্লাব ম্যানসিটিরে দেখ। গতবার গ্রুপ দেখে বাদ এইবারও প্রায় বাদ পড়ে গেছে। তাই বলে কি মানচিনিরে কিক মারছে ম্যানসিটি? অনেকেই ভাবতে পারেন এই পোষ্ট কি কোন কাজের পোষ্ট হইল। আসলেই অকাজের পোষ্ট।

তয়ে খেলা ভালো লাগে আর এই ভাবে কোঁচ গোঁ কিক খারাপ লাগলো। তাই রাগ ঝারলাম একটু ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।