আমাদের কথা খুঁজে নিন

   

সন্দেহ আর বিশ্বাসের দৃঢ় বৃক্ষ উপড়ে ফেললাম

শাফিক আফতাব------ আজ সন্দেহ আর বিশ্বাসের দৃঢ় বৃক্ষ উপড়ে ফেললাম কেনোনা পরস্পর সহাবস্থানে থেকে আমাকে ঘায়েল করতে আসে যদি বিশ্বাসকে কাছে টানি সন্দেহ আমার টুপি চিপে ধরে আর সন্দেহকে যদি প্রশ্রয় দেই বিশ্বাস দূরে দূরে পালায়। এক কঠিন দোলাচলে দিন কাটে চরম অস্থিরতা মানসপটে। ফলত কেটে ফেললাম বিশ্বাসের বৃক্ষ সাথে সাথে উপড়ে গেলো সন্দেহের কাণ্ড পাতা দল আর আমি বেচে থাকার পেলাম মনোবল। এই শিক্ষিত বিশ্বে মানুষের বিশ্বাস নেই চরম শত্রুর বাস আপন ঘরেই। মানুষের মতো অবিশ্বাসী প্রাণী পৃথিবীতে একটিও নেই বিশ্বাস কাকে করবেন ? খাদ্যে ভেজাল, মিথ্যে প্রতারণা সবক্ষেত্রেই। ২৭.০৪.২০১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।