আমাদের কথা খুঁজে নিন

   

একসময় আমি কবিতা লিখতাম

আমি দিগবিজয়ী কোন ব্যাক্তি নই, অতির মধ্যে আরও অতি সাধারণ, আড্ডা মারতে পছন্দ করি,... পড়ালেখা করা আমার ভীষণ অপছন্দ, কিন্তু আফসোস ওটাই আমাকে সবচেয়ে বেশি মনোযোগ দিয়ে করতে হয়... আমি যখন ছোটো ছিলাম, (অবশ্য আই অ্যাম স্টিল ছোটো,বিকজ পরিবারের ছোটো ছেলে কিনা তাই সবাই আমারে ছোটো মনে করে ) তখন আমার একমাত্র পিতা মাতা আমার মানসিক প্রতিভা বিকাশে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহন করেন, তা হল কবিতা লেখা, প্রতি কবিতার জন্য ২ টাকা পাওয়া যাবে যাবে,হে হে তাই আমার টাকা প্রয়োজন হলেই আমি কবিতা লিখে ফেলতাম, আর ২ টাকা নিয়ে ক্রিকেট খেলার বল কেনার চাঁদা দিতাম, নয়তো গেমস খেলতাম এই সুবিধা ক্লাস টেন এ পড়া পর্যন্ত বলবত ছিল , তো যাইহোক কবিতার মান নিয়ে কোন সমস্যা ছিলোনা, ছন্দে মিল থাকলেই টাকা , তো এই সময়কাল এ আমি একটা যুগান্তকারী কবিতা লিখে ফেলেছিলাম, যেই কবিতা পড়ে আব্বু আমার কবিতার প্রাইজমানি ২ টাকা থেকে ৫ টাকায় উন্নীত করেন সেই কবিতাটি হঠাত শেয়ার করার ইচ্ছা হল- আমার দিনরাত্রি আড্ডা মারি, করি খেলা, শুনি শুধু গান, তাইনা দেখে আব্বু-আম্মুর, ভীষণ অভিমান। নেই যে আমার পড়ালেখা, চলে শুধু টিভি দেখা, ফেলটু মারি পরীক্ষাতে, হয়না কোন বিকার তাতে, ঘুরি-ফিরি ইচ্ছেমত, সময় তাতে লাগুক যত, কাটছে আমার দিনরাত্রি, চলছি আমি এভাবেই, আব্বু বলেন তোর কাছে কি, সময়ের কোন দাম নেই? আম্মু বলেন পড়না বাবা, সময়টাকে কাজে লাগা, ভাইয়া বলেন বেয়াড়াটাকে, বলে কোন লাভ নেই। বলেন তারা কত কিছুই, দেন যে কত উপদেশ, আমি তখন প্রতিজ্ঞা করি, এখন থেকে পড়ব বেশ। প্রতিজ্ঞা থাকে প্রতিজ্ঞাতে, আমার কিছু হয়না তাতে, প্রতিজ্ঞা তো সবাই করে, আমিও পালন করব পরে, প্রতিজ্ঞাটি ভাঙ্গার তরে, সালিশ বসে নিজের ঘরে। আব্বু বসেন খাটে এসে, আদেশটি দেন অবশেষে, বন্ধ তোমার খেলাধুলা, বন্ধ শোনা গান, এখন থেকে পড়বে শুধু, এই হল ফরমান। চিৎকার করি, প্রতিবাদ করি, ঝগড়া করি, মাথা নাড়ি, এত কিছু বৃথাই করি, হয়না কোন কাজ, তাইনা দেখে আমার মাথায়, পড়ল যেন বাজ। বাধ্য হয়ে তখন থেকে, শিকল আঁটি এ মনটায়, খেলা ফেলে টেবিলটাতে, পড়তে বসি শেষটায়। দি এন্ড

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।