আমাদের কথা খুঁজে নিন

   

মখা আলমগির,মুন্নি শাহা আর আমাদের জাতির বিকেক ।

আমি খুব সাধারন একজন রানা প্লাজা ধ্বসের এহেন দুর্যোগপূর্ন অবস্হায় যেখানে জাতি শোকে মুহ্যমান ,আহতদের আর্তনাদে আকাশ বাতাশ প্রকম্পিত ,স্বজনহারাদের রিদয়ে রক্তক্ষরন ,শারি শারি লাশের মিছিল যাচ্ছে দেশের প্রতিটা গ্রামে তখন বরাবরের মত মখা আলমগিরের মন্তব্য দেশবাসীকে চরম হতাশ করেছে । প্রতিটা সচেতন নাগরিকের তার ব্যর্থতার দায়ে পদত্যাগের দাবীতে সোচ্চারের পরেও চেয়ার আকড়ে থাকাটা এদেশের নোংরা ক্ষমতার রাজনীতিই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে । এবারও অধিকাংশ মানুষের আশংকা রানা প্লাজার মালিক সন্ত্রাসী সোহেল রানা পার পেয়ে যাবে একমাত্র দলীয় লোক হওয়ার কারনে । ইতোমধ্যে শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা আভিযোগ করেছেন সরকার রানাকে বর্ডার পার করে ভারতে পাঠিয়ে দিয়ে মিথ্যা গ্রেফতারের নাটক করছে । অবশ্য এমনটা হওয়া অস্বাভাবিক কিছু যে নয় সেটা এই সরকার ইতিপূর্বের ঘটনায় দলীয় লোকদের শাস্তি নয় ,সম্মানিত করেই বুঝিয়ে দিয়েছে ।

সাভার ট্রাজেডিতে পূর্বের নাটকই আরেকবার মঞ্চস্হ হওয়ারি দেখার বাকী দেশবাসীর । আরেক নির্লজ্জ ,সাংবাদিক জগতের কলংক ,চরম ইসলাম বিদ্বেষী মুন্নি শাহার মন্তব্যে সচেতন জনসাধারন আরেকবার শকড্ হলো । বিদ্ধস্ত গার্মেন্টস ভবনে আমার মনে হয় চোর ডাকাতও কোন অপরাধের মনমানসিকতা নিয়ে উদ্ধার কাজে অংশগ্রহন করেনি । আর সেখানে হেফাজতে ইসলাম ,যারা কিনা শুরু থেকেই নিরলশভাবে উদ্ধার কাজ করে যাচ্ছে ,হাজার হাজার ব্যাগ রক্ত দিয়ে আহতদের সাহায্য করেছে । এমনকি মধ্যরাতেও যখন খুব কমসংখ্যক মানুষ উদ্ধারকাজে ছিল তখনো পাশের কওমি মাদ্রাসার হেফাজতের কর্মীরা অক্লান্তভাবে উদ্ধারকাজে নিজেদের সম্পৃক্ততা বজায় রেখেছে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য ,তখন মুন্নি শাহার মত নীচু শ্রেনীর পেইড দালালদের উদ্দেশ্য কি তা দেশবাসী ভালকরেই জানে ।

দেশের মানুষ এই সময় কমপক্ষে আসা করে সরকার বা বিরোধী দল লাশ নিয়ে রাজনীতি করবে না । কিভাবে এই ভয়াবহ ঘটনা বার বার জাতির রিদয়কে ক্ষতবিক্ষত না করতে পারে সে বিষয়ে সমাধানের পথ খুঁজে বের করবে । সচেতন নাগরিক রাজনীতিকদের কাছে এমুহুর্তে একটা আন্তরিক পদক্ষেপ আশা করে । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।