আমাদের কথা খুঁজে নিন

   

এন্ড্রয়েড অ্যাপস কথনঃ কম্পিউটার; আপনার এন্ড্রয়েডেই নিন উইন্ডোজ ৭ এর স্বাদ

মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।   কম্পিউটার অ্যাপসটি গুগল স্টোরে পাবেন টুলস ক্যাটাগরি অংশে। অ্যাপসটি ডেভলপ করেছে এন্ড্রয়েড অ্যাপস ডেভলপার বাইট এক্সপার্টস।

অ্যাপসটির রেটিং প্রায় সাড়ে পাচ হাজার ব্যবহারকারীর ভোটে ৪.৪ এবং এটি এই মুহূর্তে প্রায় ২০লক্ষ ব্যবহারকারী ব্যবহার করছেন। এই অ্যাপসটিতে আপনি আপনার উইন্ডোজ ৭ বা এক্সপির মাই কম্পিউটারের আমেজ পাবেন। এধরনের বেশিরভাগ অ্যাপসই শো এর জন্য হয়ে থাকে, তবে এই অ্যাপসটি একটু ব্যতিক্রম। ভালো একটি ফাইল ম্যানেজারের কাজ করবে অ্যাপসটি, এছাড়া আপনার উইন্ডোজে করা যায় এমন ছোটখাটো অনেক অপশন থাকছে এতে। মাই কম্পিউটারের মতন লুক ছাড়াও এতে আছে বিল্টইন মিডিয়া প্লেয়ার এবং ফটো ভিউয়ার।

এছাড়া জিপ আর্কাইভও এক্সট্রাকট করতে পারবেন এই অ্যাপ দিয়ে। এছাড়া বিভিন্ন নিউ ফোল্ডার খোলা, ফাইল কপিপেস্ট করা ইত্যাদি কাজ তো করা যাবেই। এছাড়া এই সফটওয়ারটির অন্যতম বৈশিষ্ট্য হল এটি দিয়ে আপনি আপনার ফোনের সিস্টেম ড্রাইভ এবং মেমোরি ফোল্ডার দেখতে পারবেন, ফলে এটি টাস্ক ম্যানেজার হিসেবেও ব্যবহার করা যাবে। এই অ্যাপসটির তেমন কোনও নেগেটিভ নেই তবে অ্যাপসটি এখনও বেটা ভার্শনেই রয়েছে, ফলে অনেক প্রোগ্রাম এর সাথে সাপোর্ট নাও করতে পারে। এছাড়া বিভিন্ন ফোল্ডারে ক্লিক করলে খড়খড় শব্দ পেতে পারেন, এতে চিন্তিত হবার কিছু নেই, ক্লিক এর সাউন্ড ফাইলে কিছু সমস্যা আছে বলে এরকম হয় বলে আমার ধারনা।

অ্যাপসটি আপনার ২.২ বা এর উপরের যেকোনো ভার্শনের এন্ড্রয়েড ফোন ছাড়াও এন্ড্রয়েড ট্যাবেও কাজ করবে সুন্দরভাবে। অ্যাপসটির ২.৩মেগাবাইটের সর্বশেষ বেটা ভার্শন ০.৩৩.৫ আপনার এন্ড্রয়েড এর জন্য একদম বিনামুল্যে নামাতে পারবেন এই লিঙ্ক থেকে। অ্যাপসটির ব্যাপারে যেকোনো মতামত জানান এখানে। এবং আপনার মোবাইল বিষয়ক যেকোনো পোস্ট অবশ্যই দিবেন আমাদের সকলের গ্রুপ মোবাইল খুঁটিনাটি তে। এছাড়া আপনার ভালো লাগা জানাতে ভুলবেন না, ধন্যবাদ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৯ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.