আমাদের কথা খুঁজে নিন

   

কৃপন করে রেখে যাও

আহসান জামান কৃপন করে রেখে যাও; দু'চোখ পেতে নিবো বিষণ্ণদুপুর। শান্তপুকুরের নিঃসঙ্গতাকে উড়িয়ে দিয়ে তালাবদ্ধ ঘরের জানালার ফাঁকে রেখে যেও সামান্য স্মৃতি; শালিকের দু'টো পাখা অথবা ভুতুমের চোখের মতো অনিবার্য কিছু। বকুলের ঘ্রাণে ভেসে চলে যেও তুমি বিকেলের শ্রান্তরোদে হাসির টিপ্পনী কেটে চলে যেও কোথাও দূরে। তোমার শূণ্যতা পড়ে আমি বসে থাকবো অপেক্ষাময় দীর্ঘশ্বাসের ভিতর; নির্জন চেতনায় পুঁড়ে আমি আনমনে হেঁটে যাবো পুরান কৃত্ত্বিনাশের ভিতর; নষ্ট শশ্মানের দেশে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।