আমাদের কথা খুঁজে নিন

   

শহীদ মনিারে সুভাষ দত্তকে শষে শ্রদ্ধা নবিদেন

ভালো কিছু করতে চাই গতকাল বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা সুভাষ দত্ত পরলোক গমন করেন। ১৯৭৭ সালে ‘বুসন্ধরা’ ছবিটি নির্মাণের জন্য তিনি প্রথম এবং শেষ বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ১৯৯৯ সালে তিনি একুশে পদকে ভূষিত হন। গতকাল রাত ১০ টায় সিদ্ধান্ত নেয়া হয়, বরেণ্য এ চলচ্চিত্র নির্মাতাকে রাষ্ট্রীয় সম্মাননা ‘গার্ড অব অনার’ দেয়া হবে। আজ সকাল ১১ টায় সুভাষ দত্তের মরদেহ জাতীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়।

সেখানে ‘গার্ড অব অনার’ দেয়ার পাশাপাশি সর্ব সাধারণের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুর ১ টা পর্যন্ত তার মরদেহ রাখা হয়। সুভাষ দত্তকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত হয়েছিলেন তার ছেলে শিবাজী দত্ত, নাতনী অর্জিতা দত্ত ইচ্ছা, অদিতি দাস, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ভিসি আব্দুল মান্নান চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি বিশিষ্ট মুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু , নাট্যকার রামেন্দু মজুমদার, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্ট ব্যক্তি ও সর্বস্তরের মানুষ। এর পরপরই মরদেহ নিয়ে যাওয়া হয় সুভাষ দত্তের দীর্ঘ দিনের কর্মস্থল বিএফডিসিতে। সেখানে তার সহকর্মীসহ চলচ্চিত্র সংশ্লিষ্টরা তাকে শেষ শ্রদ্ধা জানান। এরপর সন্ধ্যায় এ বরেণ্য চলচ্চিত্রকারের শেষকৃত্য হবে পোস্তগোলা শ্মশানে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.