আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগারদের লিখা পড়ে অভিভূত।

"প্রিয়জন চলে গেলে মানুষই ব্যথিত হয়, আকাশ নির্বিকার, আকাশ কখনও নয়। তোমরা মানুষ, তাই সহজেই দুঃখ পাও, হে ঈশ্বর, আমাকে আকাশ করে দাও। " বছরখানেক আগে থেকে ব্লগ নিয়ে একটু একটু করে জানা। প্রথমে চিন্তা করতাম ব্লগে মানুষ করে কি? এইটা নিয়ে এত মাতামাতি কেন? কিছু একটা হইলেই বলে ব্লগাররা ব্লগে ঝড় তোলে। শেষ পযন্ত কয়েকটা ব্লগে ঢুকলাম,দেখলাম এবং বুঝলাম।

আমি বুঝলাম যে যারা ব্লগ লিখে তাদের মাথায় ঘিলুর পরিমাণ অত্যাধিক এবং বিভিন্ন বিষয় নিয়ে তারা অনক গভীরভাবে চিন্তা করে। তারপর নিজেকেও অনেক বেশী ঘিলুওয়ালা মানুষ বলে মনে হল । চিন্তা করলাম এইসব কোন লিখা হইল? আমি এর চেয়ে কত সুন্দর কইরা লিখতে পারি!!! আমি নিজেও অনেক চিন্তা করি । চিন্তা করি ঠিকই কিন্তু যখনই চিন্তার বহিঃপ্রকাশের জন্য সাদা কাগজ আর কলম নিয়া বসি ঠিক তখনই আমার কলমের কালি ফুড়ায় যায়। যাই হোক অনেক সময় অনেক কিছু চিন্তা করলেও কখনই একটা সাদা কাগজ কলমের কালি দিয়া নষ্টও করতে পারি নাই।

ফলে আমার ব্লগিং চিন্তার ইতি ঘঠল। ব্লগে আবার ফেরা মূলত ফেইসবকের কারণে। ছোট ভাই নুর ফ্য়জুর রেজা এর মাধ্যমে। তার শেয়ারকৃত কিছু লিখা পড়ে নতুন করে ভাল লাগা শুরু করল। আগে একাউন্ট খুলি নাই।

এইবার একাউন্ট খুলে ফেললাম। এখন প্রতিদিনই লগইন করি আর ঘুড়ে ঘুড়ে লিখা পড়ি। ভালই লাগে। ব্লগারদের চিন্তা ভাবনাগুলো অসাধারণ। এককথায় ব্লগারদের লিখা পড়ে আমি অভিভূত।

ব্লগে নতুন তাই সবকিছু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.