আমাদের কথা খুঁজে নিন

   

হয়ে উঠুন ওয়েব অ্যাপ্লিকেশান ডেভ্লাপার ধাপে ধাপে [পর্ব -১]

"আমি সবচেয়ে সুখি মানুষ" আপনি যে ইমেইল ব্যবহার করেন বা স্ক্যাইপ ব্যবহার করেন কখনও কি ভাবে দেখেছেন যে কিভাবে এটা চলে... হ্যাঁ এটা চলে ওয়েব অ্যাপ্লিকেশান এর মাধ্যমে কিভাবে চলে তা জানার আগে চলুন জানি ওয়েব অ্যাপ্লিকেশান কি? অ্যাপ্লিকেশান দুই ধরনের: ► ডেক্সটপ অ্যাপ্লিকেশান ► ওয়েব অ্যাপ্লিকেশান ডেক্সটপ অ্যাপ্লিকেশানঃ আপনার ডেক্সটপ এ ইন্সটল থাকে আর এর নিয়ন্ত্রন ক্ষমতা নির্দিষ্ট হতে পারে একটা নির্দিষ্ট ক্যাবল বা রউডার এর মধ্যে সিমাবদ্ধ । ওয়েব অ্যাপ্লিকেশান এর নামেই নিশ্চয় বুজতে পেয়েছেন এটা আপনি পৃথিবীর সকল স্থানে (যে খানে ইন্টারনেট আছে) বাবথার বা সরবরাহ করতে পারবেন। এক কথায় যে শব অ্যাপ্লিকেশান ব্রাউজার বেস রান করে তা ওয়েব অ্যাপ্লিকেশান যেমন ঃ ইমেইল // আমি একটু সংজ্ঞায় কাচা তাই সংজ্ঞা ভালভাবে দিতে পারলাম না // কেন শিখবেনঃ আমাদের দেশে অদিকাংশ মানুষ আউতসরসিং করে SEO,Data Entry ইত্যাদি এর মাধ্যমে এর জন্য যে পরিমান সময় ব্যয় হয় সে পরিমান অর্থ কি সত্তই আসে? ওয়েব অ্যাপ্লিকেশান জানলে আপনি আউতসরসিং করতে পারবেন আবার বিভিন্ন আইটি ফার্ম এ জব ও করতে পারবেন । কি কি লাগবেঃ আমরা উইন্ডোজ নির্ভর ওয়েব অ্যাপ্লিকেশান শিখব এজন্য আমাদের যা লাগবে তা হল ►মাইক্রোসফট SQL সার্ভার ২০০০ অর আপডেট ►ভিসুয়াল স্টুডিও ২০০৮ ►ইন্টারনেট এক্সপলার ৮ ►উইন্ডোজ ৭ বা উইন্ডোজ এক্সপি । আপনি এসব সিডি বাজার থেকে কিনতে পারবেন ।

ডাউনলোড আর ইন্সটল কমপ্লিট করে আমাকে একটা আওয়াজ দিয়েন যাতে আমি পরবর্তী টিউনটি করতে পারি । ও আরেকটা কথা আপনি চাইলে ওয়েব অ্যাপ্লিকেশান ডেভ্লাপাপমেন্ট এর উপর কোর্স করতে পারেন । ঢাকা তে অনেক জায়গাতেই এ রকম কোর্স করান হয় । আপনি চাইলে এই ওয়েবসাইট টি দেখতে পারেন । এখানে ওয়েব অ্যাপ্লিকেশান ডেভ্লাপ ছারাও আরও অন্যান্য কোর্স করানো হয় আপনাদের মন্তব্যের অপেক্ষায় রইলাম ।

ভাল থাকবেন সবাই । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.