আমাদের কথা খুঁজে নিন

   

উল্কাবৃষ্টি

আজ ছিল বছরের শেষ আমাবষ্যা কাল মহালয়ার মাধ্যমে ঘট বসবে দেবী দূগ্রার মা দূর্গার এবং মা কালির কৃপায় শুভ হোক এবারের দূর্গোৎশব সবাইকে শারদীয় শুভেচ্ছা এই সপ্তাহে দেখা যাবে আরেকটি উল্কাবৃষ্টি। এই উল্কাবৃষ্টি সবচেয়ে বেশী দেখা যাবে ১৭ নভেম্বর এবং ২০ নভেম্বর ভোরের আলো ফুটার আগে। প্রতি ঘণ্টায় দেখা যাবে ১০ থেকে ১৫ টি উল্কা। সিংহ (Leo) তারকামন্ডল বরাবর সঙ্ঘটিত এই উল্কাবৃষ্টির নাম Leonid meteor shower। এই উল্কাবৃষ্টির সৃষ্টি ধূমকেতু 55P/Tempel–Tuttle এর কারণে। 55P/Tempel–Tuttle একটি পর্যায়বৃত্ত ধূমকেতু। যেটি ৩৩ বছর পর পর ফিরে আসে। একে শেষবার দেখা গিয়েছিল ১৯৯৮ সালের ২৮ ফেব্রুয়ারি। ২০৩১ সালের ২০ মে একে আবার পৃথিবীর আকাশে দেখা যাবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।