আমাদের কথা খুঁজে নিন

   

প্রণয়ের অধ্যাস

শব্দকারিগর ভালোবাসার কথা বলতেও হয় না । বসন্তের বারতা ন্যায় ছড়িয়ে পড়ে গাছের পাতায় পাতায় , পাখির কন্ঠে , ভেঁজা ঘাসের গন্ধে । ভালোবাসা দাঁড়িয় থাকেনা , বয়ে চলে । শ্রাবণের ভরা যৌবনময় নদীর মত উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম । ভালোবাসা হারিয়েও যায় না , গুপটিমেরে থাকে নীল হৃদয়ের কন্দরে । আগ্নেয়গিরীর মত মাঝে মাঝে উদিত হয় । কালো ধূয়ায় অদেখা ভোরে সন্ধা নামে । ভালোবাসা অভ্যাস নয় , অধ্যাস । যেমন আমাতে বিলীন তুমি অথবা তোমাতে আমি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।