আমাদের কথা খুঁজে নিন

   

শুরুর কথা

ব্লগে আমি একেবারেই নতুন। আগে ব্লগ সম্পর্কে আমার তেমন স্পষ্ট কোন ধারণা ছিল না। মাঝে মধ্যে দু'একবার ব্লগের এই সাইটে আমি যে ঢুকিনি-তা নয়। তবে অল্প সময়ের জন্য ঢুকে তেমন আহামরি কিছু মনে হয়নি। বরং কিছু কিছু লেখা পড়ে বিরক্তিই হয়েছি।

মনে হয়েছে ফাজলামো আর আবোলতাবোল লেখালেখির প্লাটফর্ম বুঝি এটি। কিন্তু আমার ভুল ভেঙ্গে দিল আমারই ছোট ভাই। সে জানতে চাইলো-ব্লগের লেখাগুলো আমি পড়ি কিনা। আমার মুখে 'না' শুনে একটু অবাক-ই হলো। বললো, তুমি সব লেখা পড়তে যেও না।

দিন কয়েক পেজটা দেখলেই বুঝতে পারবে, কোন লেখাগুলো না পড়লেও চলবে। তার এই ফর্মূলা, আমার অনেক কাজে লাগলো। এই পেজটা যতই দেখছি, ততই দু:খ বাড়ছে, কেন এতদিন দেখা হয়নি-এটা ভেবে। যা হোক, দেরি হলেও শুরু তো করা গেল। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।