আমাদের কথা খুঁজে নিন

   

ভয়াল ১৫ই নভেম্বর - আমি সিডর বন্ধনা করতে আসি নি , আর একবার মুখোশধারী ওই সব মানুষ গুলোর মুখোশ খুলতে এসেছি যারা ওই সমটায় নিজের স্বার্থহাছিলে ব্যস্ত ছিল .........

(নেট প্রব্লেম এর কারনে এখন বেশি ছবি শেয়ার করা গেল না) ছবি গুলো দেখে কার না খারাপ লাগে,এর ফলশ্রুতিতে মানুষের সাহায্যর হাত কম ছিল না। দেশের ও বাহিরের এতটা সাহায্য ছিল যে তা দিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের অনেকটা আর্থিক অবস্থার উন্নয়ন সম্ভব ছিল।কিন্তু আপসোসের বিষয় হল তাদের হাতে খুব কম পরিমানেই সাহায্য পৌঁছেছিল। সবচেয়ে খারাপ লেগেছিল একটা ঘটনা শুনে যখন ক্ষতিগ্রস্ত একজন বুড়ো ত্রান না পেয়েও কারো বাসায় ত্রানের মালামাল ভ্যান গাড়িতে করে পৌঁছে দেয়। ভ্যানএ সেই হিন মানুষটাও ছিল যাকে পথে মানুষ কি নিচ্ছে জিজ্ঞাসা করলে বলে মাছের জন্য খাবার নিচ্ছি। সিডর ক্ষতিগ্রস্থ অনেক এলাকার মানুষকে এখনো দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছে।অনেকে এখনো মাথা তুলে দাঁড়াতে পারেনি , একটাই কারন সাহায্য সঠিক মানুষদের কাছে পৌঁছে নি , বিশেষ করে সরকারী সাহায্য গুলো , তা গেছে চেয়ারম্যান মেম্বার চকিদার ও তাদের আমলা কামলাদের ঘরে। তাদের বাড়িতে আবার নতুন করে টিনের ঘর উঠেছে কিন্তু ঘর পায়নি সিডরে ক্ষতিগ্রস্ত অনেক মানুষ , সিডরের জন্য বরাদ্ধকৃত চাল ,গম অনেক প্রভাবশালী মানুষের ঘরেই গেছে,খেতে পারে নি কি হইছে বিক্রি করে দিছে - এই হচ্ছে আমাদের মানবতা।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.