আমাদের কথা খুঁজে নিন

   

পোস্ট ভিউ: বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন।

১) রে রবিনসনের একটা বানী আছে। উনি বলেছিলেন, 'উইকেটকিপার হলো অফিসের পিয়নের মত। ফাইলে দোয়াতের কালি উল্টে না ফেলা পর্যন্ত তার অস্তিত্ব টের পাওয়া যায় না। ' মুশফিকের একটা ক্যাচ ফেলার পরে ফেসবুকে সমালোচনা দেখে কথাটা মনে পড়ে গেলো। ২) ব্রেন্ডান টেইলর কট সাকিব আল হাসান বল সোহাগ গাজী।

সবকিছুর শেষে বাংলাদেশের প্রেক্ষিতে আজকের দিনের হাইলাইটস এটাই। রবিউলের বাউন্সে শর্টে ক্যাচ উঠেছিলো, স্লিপের সামনে ক্যাচ পড়েছে। তামিম যেরকম রান আউট হয়েছে ঠিক তেমন একটা অবস্থায় তামিমই টেইলরকে আউট করতে ব্যর্থ হয়েছে। তবে শেষমেশ ভীষণ গুরুত্বপূর্ণ উইকেটটা মিলেছে। এটাই শান্তির।

৩) নাসির আউট হওয়ার আগে ওর মতই খেলে গেছে। সোহাগ ভালো সাপোর্ট দিয়েছে। সোহাগের কাছে স্পেশাল ব্যাটিং আশা করি আমি। ঘরোয়া ক্রিকেটের ব্যাটিংটা এখনও আন্তর্জাতিক ক্রিকেটে টেনে আনতে পারেনি ও। রবিউল শুধু বোলিংয়ে কন্ট্রিবিউট করছে না, ব্যাটিংয়ে ২৪ রানের ক্যামিওটা শেষমেশ সাইকোলজিক্যালি বড় হয়ে গেছে।

৪) কেগ্যান মেথ বেন হিলফেনহাসের কথা মনে করিয়ে দিচ্ছে। সর্পিল সুইং একেই বলে। ওর গতি নেই মোটেই, এটাই স্বস্তির। ৫) রবিউল অসাধারণ বোলিং করেছে আবারও। পেস, সুইং, বাউন্স; ইনসুইং বাদে মোটামুটি একজন আদর্শ পেসারের সব বৈশিষ্ট্য আছে ওর মধ্যে।

যে দু'টো কট বিহাইন্ড করেছে তা এককথায় ওয়ার্ল্ড ক্লাস। শেষ কবে কোনো বাংলাদেশী পেসারকে এতটা প্রভাব বিস্তার করতে দেখেছি মনে পড়ছে না। ৬) সাজেদুলকে অ্যাভারেজ লেগেছে। সুইং পায়না তেমন। লাইনও খুব একটা ভালো না।

পেসও কম। জিয়া মোটামুটি ভালো করেছে সে তুলনায়। লিমিটেশন থাকার পরেও লাইন ঠিক রেখে একপাশে রান আটকে রেখেছে। সাকিব কিছুটা ভালো বল করেছে আগের টেস্টের তুলনায়। সোহাগকে সেভাবে পাচ্ছি না আগের সিরিজ গুলোর মত।

পিচ একটা নিয়ামক অবশ্যই। তবে কাজের কাজটা সোহাগই করেছে। টেইলরের উইকেট। ৭) একবার দেখলাম মাসাকাদজা আর আশরাফুল দু'জনেরই অ্যাভারেজ ২৪ দেখিয়ে একটা তুলনা চলছে 'ওয়াস্ট অফ ট্যালেন্ট' বলে। বেশ হাসি পেলো।

৮) চিগাম্বুরাকে আমার ভয়ানক লাগে। বেশ আক্রমনাত্মক। টিকে গেলে বেশ সমস্যা করবে আগামীকাল। তবে বেশি ভয় লেজের ব্যাটসম্যানদের। টেইলরের পর গত ম্যাচে ওরাই বেশি জ্বালিয়েছে।

৯) খালি গায়ে কালো-হলুদ ডোরাকাটা আর মাথায় লাল-সবুজ পতাকা বাঁধা বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থকদের প্রতীক বনে যাওয়া শোয়েব আল বুখারী অবশেষে ভিসা সমস্যা এড়িয়ে জিম্বাবুয়েতে পৌছেছে। কে জানে ওকে পেয়েই প্লেয়ারদের টাইগার সত্তা বের হয়ে আসলো কি-না! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.