আমাদের কথা খুঁজে নিন

   

সুন্দরী ললনাগন,বার্লি খাইতে ক্যামন ?!?

আজকে (গতকাল সন্ধ্যায়) একজন আমাকে একটা বিশেষ কথা বলার পর বলল, “না বুঝলে আন্‌টিকে বলেন আপনাকে যেন বার্লি বানিয়ে খাওয়ায়………” আমি আবার এই বিশেষ একজনকে বিশেষ রকমের ভয় পাই……… আর যথারীতি বুঝি ও নাই... তাই আর দেরি না করে আম্মাজান কে বললাম, ”আম্মু, বার্লি বানায়া দেও” আম্মাজান পাশের রুমে ছিল, ঐখান থেকেই যথেষ্ট রাগত স্বরে বলল, “আমি সারাদিন জার্নি করে এসেই আবার রান্না,মাত্র রান্না শেষ করলাম, এখন আবার, তোরা বাপ-বেটা কি পাইছস? :@ (এতক্ষণে আম্মাজানের খেয়াল হইল) ওই বার্লি খাবি মানে!?!” আমি তো পুরাই থতমত……… আমতা আমতা করতে করতে বললাম, “না মানে ‘XX’ আমাকে বলল তো, থাক লাগবে না :\ ” আম্মাজান তো এইবার এক্সাইটেড হইয়া আমার রুমে আয়া পড়ছে, “ওই , ওই , ‘XX’ কে রে, কোন মাইয়ার পাল্লায় পড়ছ আবার :@ ?” আম্মাজানের অগ্নিমুর্তি দেখে আমি তো ভয়ে……… হায় হায়, কার নাম কইয়া ফালাইছি……… :'( ! মুখে একটা নিষ্পাপ হাসি ফুটায়া বললাম, “আরে ‘XX’ রে চিনলা না! নিঝুম ভাইয়ের নিক হইল ‘XX’ " আম্মাজান যেতে যেতে বলল, “ও, নিঝুম কই থাকে রে এখন ?” আমি ঢিংকা চিকা নাচ দিতে দিতে মনে মনে বললাম বাইচা গেলাম,আর জোরে বললাম, “জি আম্মু, রাজশাহি” হে হে হে, আমি কি কম কম চালাক! ক্যাম্নে ম্যানেজ দিলাম!!! তাই সকল সুন্দরী ললনাগনের দৃশটি আকর্ষন করছি, আমার সাথে প্রেম করলে কোন প্রব্লেম হবে না, সব ম্যানেজ কইরা ফালামু………… পাদটিকাঃ 'XX' = একজনের নাম পুনশ্চঃবার্লি খাইতে কেমন? অভিজ্ঞরা সাহায্য করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.