আমাদের কথা খুঁজে নিন

   

খোলামেলা পোশাক মানেই অশ্লীলতা নয়!!! তবে অশ্লীলতা কি???? (১৮+++)

ভাল কিছু লিখার প্রত্যাশায় লিখি.. আহা সময়ের সাথে সাথে নতুন কত কিছু দেখছি। এখন আমরা আধুনিক। আমাদের চলন, বলন, পোশাক, আশাক সব কিছুই আধুনিক। এই আধুনিকতা আমাদের এতটাই আধুনিক করেছে যে, আমরা বলছি "খোলামেলা পোশাক মানেই অশ্লীলতা নয়" আরে ভাই তাইলে অশ্লীলতা কি? ভাবনা নামে একজন মডেল দৈনিক মানবজমিন কে সাক্ষাৎকারে এইসব কথা বলেছেন। এই খোলামেলা হওয়ায় তার সহসের প্রশংসাও নাকি করেছেন অনেকে।

তাহলে তো ল্যাংটা হওয়ার জন্য সাহসী সার্টিফিকেট দেওয়ার প্রয়োজন বাংলাদেশ সরকারের। উলঙ্গ হলেও যে সাহসী হওয়া যায় এতদিনে এটা শিখলাম। প্রতিদিন পত্রিকার বিনোদন পাতায় গেলেই আপনার চোখে পড়বে বিভিন্ন নায়িকার সাক্ষাৎকার । আর সেই সাক্ষাৎকারে প্রায়ই এই প্রশ্নটা পাবেন, চরিত্রের প্রয়োজনে আপনি খোলামেলা হতে রাজি আছেন কি না? আর নায়িকারা দেখবেন উত্তরে বলবে অবশ্যই ভল গল্প পেলে খোলামেলা হতে অসুবিধা নেই। কিংবা কে কত খোলামেলা হল এটাই যেন বিনোদন পাতার খোরাক।

এসব দেখে মনে হয় বিনোদন পাতায় বুঝি এসব ছাড়া অন্য খবর হতে পারে না। আমার মাঝে প্রায় প্রশ্নটা উকি দেয় " চরিত্রের প্রয়োজনে যদি খোলামেলা হতে অসুবিধা না হয় তবে বাসর রাতের পুরো খোলামেলা দৃশ্যটাই ভিডিও করতে দিন। তাহলে এই জায়গায় কেন ভিডিও পায়ের আর মাথার দিক থেকে শুট করতে দিচ্ছেন। চরিত্রের প্রয়োজনে নায়কেই স্বামী মনে করুন না। তাহলে তো দৃশ্যটা আরো ফুটে উঠে।

এই কি আধুনিকতার নমুনা"???? আধুনিক পোশাক বলতে বলতে আজ আমরা ল্যাংটা প্রায়। ছেলেমেয়েদের পেন্ট পড়া দেখলেই বুঝা যায় কত আধুনিক হয়েছি আমরা। অনেক ছেলেকেই পেন্ট পড়া অবস্থায় দেখলে মনে হয় এই বুঝি খুলে পড়ল অর্থ্যাৎ কোমড়ের অনেক নিচে পড়েছে পেন্টটা, পশ্চাৎদেশের অর্ধেকটাই দেখা যায়। আর শর্ট শার্ট পড়তে পড়তে এমন অবস্থায় পৌছেছে যে এটাকে ব্লাউজ বললেও ভুল হবে না। সুন্দর একটা জিন্স পেন্টের হাটুতে ছেড়ে দিয়ে পোশাকটাকে করেছে আরো আধুনিক।

আর আধুনিক মেয়েদের কথা কি বলব, ওড়নাটা তুলতে তুলতে গলায় পৌছে দিয়েছে, আমার প্রশ্ন হল ওড়নাটা যদি গলায় পেচিয়ে রাখবেন তাহলে ওড়নার দরকারটা কি? আর বুকের মধ্যে যা পড়ে তাতে বুকের অর্ধেকটা বের হয়ে থাকে। পেন্ট তুলতে তুলতে আজ হাটু পর্যন্ত, এখন তো দেখি বেশী আধুনিক হলে শর্ট পেন্ট ও পড়ে। যাই হোক পোশাক একান্তই নিজের বিষয়। তবে এতটুকু হয়ত বলা যায় আমরা যেভাবে শুরু করেছি তাতে আমরা আবার উলঙ্গ আদিম যুগে ফিরে যাচ্ছি না তো?? যাই হোক ব্যাপারটা ভাল লাগেনি বলেই শেয়ার করলাম। অনেকেই হয়ত ব্যাপারটিকে সঠিক ভাবে দেখছেন।

তাদের কাছে অগ্রীম ক্ষমা প্রার্থনা করছি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।