আমাদের কথা খুঁজে নিন

   

কে সেরা-পেলে না ম্যারাডোনা? এই কথা পুরানো। মেসিই সর্বকালের সেরা

আমি অতি সাধারণ মানুষ মেসি দিন দিন যা করছে তা রীতিমত বিস্ময়কর। অবিশ্বাস্য সব কীর্তি করে যাচ্ছে। গতকাল এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি গোল দেওয়ার পেলের কীর্তিকেও ছাড়িয়ে গেলো মেসি। মেসিই কি তবে সর্বকালের সেরা? পেলে ব্রাজিলের হয়ে তিনটা বিশ্বকাপ জিতেছে। মেসি এখনো আর্জেন্টিনার হয়ে কিছু জিততে পারেনি।

কিন্তু ও বার্সেলোনার হয়ে যা করেছে তা বিশ্বকাপ জেতার চেয়ে কোনো অংশে কম নয়। লা লিগা পৃথিবীর অন্যতম সেরা লিগ। মেসি পর পর তিনবার লা লিগা জেতাতে বার্সেলোনাকে সাহায্য করেছে। দুটা চ্যাম্পিয়নস লীগ জিতেছে। আর গোল যেমন ভূরি ভূরি দিয়েছে, তেমনি অনেক গোলে প্রত্যক্ষ অবদান রেখেছে।

মেসি আজ অবধি যত গোল করেছে তা পেলের হাজার গোলের সমান ধরা যায়। মনে রাখতে হবে পেলে খেলেছে ব্রাজিলের লিগে। আর মেসি খেলেছে স্প্যানিস লীগে। দুই লীগের মানে আকাশ পাতাল পার্থক্য আছে। মেসির আরেকটা দারুণ বৈশিষ্ট্য হচ্ছে সে বড় ম্যাচের প্লেয়ার।

দুটা চ্যাম্পিয়নস লীগ ফাইনালেই সে গোল করেছে, এল ক্লাসিকোয় অলরেডি দশটার বেশি গোল দিয়ে ফেলেছে। যখন গোল দিতে পারছে না, তখন দুর্দান্ত সব এসিস্ট করছে। গত বছর কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালে মাদ্রিদের বিরুদ্ধে দুই লেগে আবিদাল আর পেদ্রোকে দিয়ে যে গোল দুটা মেসি করালো তা এখনো চোখে ভাসে। পেলে মেসি সম্পর্কে মোটামুটি নির্বোধের মত কথা বলেছে এতদিন। এখন সে কি বলে তা শোনার অপেক্ষায় আছি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.