আমাদের কথা খুঁজে নিন

   

Magical & Unseen সুনামগঞ্জ

যারা যারা সুনামগঞ্জ যাননি বা গিয়েও বুঝতে পারেন নি এক জেলাটি কতো সুন্দর তাঁদের জন্য এই পোস্ট । নিচে ছবি সহ তথ্য দেয়া হল। ভারতে মেঘালয় রাজ্যের কোলে এই জেলাটি অবস্থিত । যাদু কাটা নদী , টাঙ্গুয়ার হাওর , হাসন রাজার বাড়ি , লাউড়ের গড় , বারেক টিলা , টেকেরঘাট চুনা পাথর প্রকল্প , বরছড়া কয়লা পল্লী , চরগাছা সীমান্ত এলাকা , শাহ্‌ আরেফিন ( রঃ ) এর আস্তানা , আরও রয়েছে অনেক ছোট বড় বিল ও হাওর । ঈদের পরে বের হয়েছিলাম সুনামগঞ্জ অভিযান এ ।

আপনি এই সুনামগঞ্জ এর জেলা শহর থেকে মেঘালয় এর পাহাড়গুলো দেখতে পারবেন । আমাদের অভিযান এর মধ্যে আমরা গিয়েছি লাউড়ের গড় , বারেক টিলা ( বাংলাদেশ এর সবচেয়ে ভালো বালি এখানে পাওয়া যায় ) , যাদু কাটা , বড় গাছা ( এখানে কয়লা পল্লী রয়েছে , ভারত থেকে কয়লা এনে এখানে পরিশোধিত করা হয় । তারপর টেকেরঘাট চুনাপাথর প্রকল্প , টাঙ্গুয়ার হাওর , চারা গাঁও সীমান্ত এলাকা , হাসন রাজার বাড়ি , শেষে পুরো সুনামগঞ্জ সদর ঘুরে ফিরে দেখা । আরও ছবি ও তথ্য এর জন্য - Amazing Bangladesh - ফেসবুক পেজ ( বাংলাদেশের এর ট্যুরিজম নিয়ে ) http://www.facebook.com/amazingbangladesh1311 এই ছবিটি সাহেব বাড়ি ঘাট থেকে তোলা হয়েছে । এটি সুনামগঞ্জ জেলা শহর এই ।

আপনি সুনামগঞ্জ জেলা শহর থেকে মেঘালয় এর পাহাড় গুলো দেখতে পারবেন । সুনামগঞ্জ এর অনেক জায়গা তেই যেতে হলে আপনি সড়ক পথ পাবেন না , এজন্য আপনাকে নৌকা ব্যাবহার করতেই হবে । ঘাটে তাই অপেক্ষমান নৌকা গুলো মনিপুরী ঘাট , লাউড়ের গড় যেতে হলে আপনাকে এই ঘাট এ যেতে হবে লাউড়ের গড় গ্রামের জিরো পয়েন্ট , পিলার এই ওই পাশে ভারতের মেঘালয় । লাউড়ের গড় গ্রামের সীমান্তের কাঁটাতারের বেড়া লাউড়ের গড় আর যাদু কাটা নদীর পাড় , এখানে বাংলাদেশ এর সবচেয়ে ভালো বালি পাওয়া যায় । যাদু কাটা নদী , দূর থেকে দেখলে মনে হয় যেন মেঘালয় এর কোলে আছড়ে পড়ছে ।

বারেক টিলা থেকে তোলা ছবি , আঁকাবাঁকা সীমান্তের লাইন বারেক টিলা টেঁকের ঘাট চুনা পাথর প্রকল্প , ভারতের এই পাহাড় থেকে চুনা পাথর বাংলাদেশ নিয়ে থাকে টেঁকেরঘাট টাঙ্গুয়ার হাওর এর পাখি গুলো টাঙ্গুয়ার এর যাত্রী হাওর এলাকার সৈনিক বাচ্চা গুলো পুকুর থেকে কয়লা তুলছে চারা গাঁও কাস্টমস অফিস কয়লার ডিপো পড়ন্ত বেলায় যাদু কাটা নদী হাসন রাজা জাদুঘর প্রতি দিন রাত ১০ টায় সুনামগঞ্জ এর লঞ্চ ঘাট থেকে নেত্রকোনার মোহনগঞ্জ এর উদ্দেশ্য এ লঞ্চ ছেড়ে যায় । আরও তথ্য ও ছবি পাবেন - Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।