আমাদের কথা খুঁজে নিন

   

কিছুক্ষনের জন্য হলেও থমকে গেলাম !

নারী ও শিশু আমার ভাল লাগার বিষয়। এদের নিয়ে কাজ করতে ভাললাগে। কিন্তু এখন আমার কর্মক্ষেত্র সকল জনগোষ্ঠীকে কেন্দ্র করে। এবারের কোরবানীর ঈদে এমন একটা ঘটনা ঘটলো যেটা আমি শেয়ার না করে পারছি না। ব্যপারাটা সুন্দর এবং সত্যের উপড় প্রতিষ্ঠিত।

২৭ শে অক্টোবর, শেষ বিকালে আমি আমার চাচার বাসায় ঈদের দিনে কোরবানীর মাংস নিয়ে হাজির হলাম। সাথে আমার স্বামী। যাওয়ার সাথে সাথেই চাচা বললেন “তোমরা এসেছো, অনেক ভাল হয়েছে তোমাদেরকে আজকে একটা গুরুত্তপুর্ণ জিনিস দেখাব”। আমরা ঠিক বুঝতে পারলাম না গুরুত্তপুর্ণ জিনিসটা আসলে কি? চাচার তিন মেয়ে। দুই মেয়ে ডাক্তার আর ছোট মেয়েটি ফার্মাসি তে অনার্স পড়ছে।

মেঝ মেয়ে সোহরায়ার্দি মেডিকেলে ইন্টার্নি করছে এ বছরেই ২১শে অগাষ্ট বিয়ের কাবিন হয়েছে। ছেলেও ডাক্তার। ছেলে ঢাকার গোরানে থাকে। বাবা মার এক মাত্র ছেলে। এখনো অনুষ্ঠান হয়নি বলে সবার সাথে তেমন দেখা সাক্ষাত নাই।

যাওয়া আসাও নাই। চাচার বাসায় যাওয়র ফলে ওদের সাথেও দেখা হয়ে গেল। চাচা আমাকে জিজ্ঞেস করলো “আরবী পড়তে পারিস”। আমি বললাম “পারি” । চাচা বলল “ তিশা মা যাতো তোর লুবনা আপুকে মাংসর টুকরাটি দেখা” আমি তিশার পেছন পেছন উঠে গেলাম মাংসের টুকরাটি কি আছে দেখার জন্য।

তিশা ডিপ ফ্রিজ থেকে একটা মাংসের টুকরা বের করল এবং আমাকে যা বলল তা হলো এরকম। “লুবনা আপু আজকে দুপুর বেলা মারুফ মাংস খাওয়ার সময় দেখে যে মাংসের ভিতর আল্লাহর নাম। পরে সাথে সাথে সে রান্না করা মাংসের টুকরাটি বাসার সবাইকে দেখায় এবং ভাবে যে, যেহেতু আল্লাহর নাম দেখা যাচ্ছে হয়ত মোহাম্মদ নামটিও থাকতে পারে। কিন্তু খালি চোখে বেশি পরিষ্কার দেখা যাচ্ছিল না। কিন্তু অনেক লক্ষ্য করে খুঁজে পায় যে মুহম্মদ নামটিও পাশে একটু নীচে আছে।

পরে ও মোবাইল দিয়ে মাংসটির ছবি তুলে রাখে সেখানে আল্লাহু এবং মোহাম্মদ নামটি স্পষ্ট দেখা যাচ্ছিল। “ আমি নিজে মাংসটি দেখলাম (الحمد لله)। ডিপ ফ্রিজে রাখার ফলে মাংসটি একটু ড্রাই হয়ে আছে কিন্তু আল্লাহর নামটি স্পষ্ট দেখা যাচ্ছে। মোহাম্মদ নামটি আল্লাহু নামের মতো তত স্পষ্ট নয়। ভাগ্যিস আমার কাছে ক্যামেরা ছিল।

আমি চট করে কয়েকটি ছবি তুললাম। তাতে সব কিছুই অত্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছিল । এবং এই ছবি গুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ (আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই এবং মুহাম্মাদ তার প্রেরিত রাসুল). لا اله الا الله محمد رسول الله La Ilaha Illallah Muhammadur Rasulullah (Sallallahu Alaihi wa Sallam)(No God except Allah and and Mohammad (saws) is the Messenger of Allah.’) Or (There is No one worthy of worship except Allah and Muhammad (Sallallahu Alaihi wa Sallam) is His messenger.) আমি একটি সুন্দর ঘটনার সাক্ষী হয়ে ছিলাম আজ আপনাদের সাথে শেয়ার করতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে। সবাই ভাল থাকবেন ।

 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.