আমাদের কথা খুঁজে নিন

   

আসুন আমাদের পিসির ব্রাউজারের Ctrl + Enter এর মান পরিবর্তন করি নিজের ইচ্ছা মত

পারিবনা পারিবরা এই কথাটি বলিও না আর একবার না পারিলে দেখ শতবার। আমি কিছুই পারিনা চেষ্টায় আছি কিছু পারার কিছু করার যদি খোদা থাকে সাথে। কেউ ফেবুতে ক্যাচাল করতে চাইলে fb.com/kalochita সবাই ব্রাউজারে শর্ট জিনিসটা ইউস করে যেমন আমরা ওয়েব ব্রাউজারে শর্টকাট হিসাবে Ctrl + Enter বেশি ব্যাবহার করি। সাধারণত এড্রেসবারে কোন শব্দ লিখে Ctrl + Enter চাপলে উই শব্দের শুরুতে http://www. এবং শেষে .com চলে আসে। এইটা ওয়েবসাইটে প্রবেশের ক্ষেত্রে দারুন কাজে দেয়।

তবে চাইলে Ctrl + Enter এর মান পরিবর্তন করে ডোমেইন .com এর পরিবর্তেন অন্য ডোমেইন ব্যবহার করা যায়। ফায়ারফক্স: মজিলা ফায়ারফক্সে Ctrl + Enter এর মান পরিবর্তন করতে এড্রেসবারে about:Config লিখে এন্টার করুন। এবার I’ll be careful, I promise! বাটনে ক্লিক করে Filter এ browser.fixup লিখে সার্চ করুন। এখন browser.fixup.alternate.suffix এ দুইবার ক্লিক করে যে ডোমেইন লিখবেন সেটিই Ctrl + Enter করলে ব্যবহৃত হবে। ইন্টারনেট এক্সপ্লোরার: ইন্টারনেট এক্সপ্লোরারে Ctrl + Enter এর মান পরিবর্তন করতে (Start>Run) রানে গিয়ে regedit লিখে এন্টার করুন।

এবার রেজিস্ট্রি এডিটরের HKEY_CURRENT_USER\Software\Microsoft\Internet Explorer\Toolbar এ গিয়ে QuickComplete নামে একটি কী তৈরী করতে হবে। এরপরে উক্ত কীতে একটি String Value নিয়ে মান হিসাবে http://www.%s.net নিন। তাহলে ইন্টারনেট এক্সপ্লোরারে Ctrl + Enter চাপলে .net আসবে। চাইলে http://www.%s.net এর মান পরিবর্তন করে অন্য ডোমেইনও ব্যবহার করা যাবে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.