আমাদের কথা খুঁজে নিন

   

আপনি কি Avro ব্যবহারকারী? তাহলে Avro বাংলা রাইটারে টাইপ করুন আরো সহজে...


কিন্তু বাংলিশ ভাষায় আমরা ক্লিক লিখি এভাবে... "click"। এরকম আরো অনেক শব্দ আছে যেগুলা আমাদের লিখতে সমস্যা হয়। যদিও নতুন ভার্শনের অভ্র রাইটারে অটো কারেক্ট অপশন আছে। এটার সুবিধা... আপনি যদি "click" টাইপ করেন তাহলে অভ্র কিম্যাপ অনুযায়ী এটা "চলিচক" হবে। কিন্তু অটো কারেক্ট অপশনটি এটাকে "চলিচক" বদলিয়ে "ক্লিক" লিখে দিবে।

এটাই হচ্ছে অটো কারক্টের সুবিধা। কিন্তু অটো কারেক্ট অপশনটি কিছু ক্ষেত্রে কাজ করেনা যেমন আপনি যখন "ক্লিকের(clicker)" লিখবেন তখন আর অটো কারেক্ট অপশনটি আর কাজ করবেনা। এক্ষেত্রে আপনাকে লিখতে হবে "kliker(ক্লিকের)"। এরকম আরো অনেক ওয়ার্ড আছে যেমন : writer, supporter, clicker, buttoner, correcter, versioner, texter, password, passworder ইত্যাদি ইত্যাদি। এই শব্দ গুলো ব্লগ লিখতে সব সময়ই লাগে।

কিন্তু এগুলো লিখে দেখুন অটো কারেক্ট অপশনটি কাজ করবেনা। password লেখাটাই অটো কারেক্ট কাজই করেনা। পাসওয়ার্ড যদি অভ্র কিম্যাপ ব্যবহার করে লিখেন তাহলে দেখেন কত বড় টেক্সট লিখতে হবে... "পাসওয়ার্ড(pasoOyarrD)" । সহজ উপায়? এই সমস্যা সমাধানের উপায় কি?? চলুন দেখি...: আমরা ইচ্ছা করলে অটো কারেক্ট হওয়ার ওয়ার্ড গুলো ইডিট অথবা নতুন সংযোজন করতে পারবো। এগুলো করতে যা করতে হবে... প্রথমে অভ্র টুলবারের সেটিংস লোগোর উপরে ডান দিকের বাটন প্রেস করে Avro Phonetic options থেকে Edit/Import Auto Correct Entries-এ ক্লিক করুন।

যাদের সিস্টেম ট্রেতে অভ্র আছে তারা অভ্র লোগোর উপর ডান দিকের বাটন প্রেস করে "Tools" থেকে Avro Phonetic options এরপর Edit/Import Auto Correct Entries-এ ক্লিক করুন। এবার দেখুন একটা ফিচার বক্স ওপেন হয়েছে... এখানে উপরের বাম দিকের কোনায় দেখুন "Replace" এবং তারই ডান দিকে "With" নামে দুটি টেক্সট বক্স আছে । "Replace" এর কাজ এই টেক্সট বক্সে আপনি যেটা লিখবেন সেটা "With" এর টেক্সট বক্সের লেখার সাথে রিপ্লেস হবে। অর্থাৎ অটো কারেক্ট হবে। তো এবার দেখি নতুন অটো কারেক্ট করার জন্য ওয়ার্ড কিভাবে অ্যাড করা যায়... যেমনঃ পাসওয়ার্ড।

"Replace" টেক্সট বক্সে আপনার যে লিখাটা দেয়ার পর "পাসওয়ার্ড" আসলে সুবিধা হবে সেটা লিখুন। যেমন আমার সুবিধা "password" । তাই আমি "password" দিচ্ছি। এবার "With" এর টেক্সট বক্সে পাসওয়ার্ড লিখতে অরজিনালি যে অভ্র কিম্যাপ ব্যবহার করতে হয় সেটা লিখুন। অভ্রতে পাসওয়ার্ড লিখতে "pasoOyarrD" এই কিওয়ার্ড লাগে।

এবার "Add/Update" বাটনে ক্লিক করে "Save" বাটনে ক্লিক করুন। হয়ে গেলো পাসওয়ার্ডের জন্য নতুন অটো কারেক্ট সিস্টেম। এবার টাইপ করে দেখুন... আমি উপরে "clicker(ক্লিকের) এই ওয়র্ডটার ব্যপারে বলেছিলাম তাই দেখিয়ে দিচ্ছি এবং আর বাকি ওয়ার্ড গুলা আপনারা করে নিবেন। "Replace" টেক্সট বক্সে লিখুন "clicker" এবং "With" টেক্সট বক্সে লিখুন "klicker" এবার "Add/Update" বাটনে ক্লিক করে "Save" বাটনে ক্লিক করুন। এরপর থেকে যখন "ক্লিকের" এই ওয়ার্ডটি লিখার দরকার হবে তখন স্বাভাবিক ভাবেই "clicker" লিখুন দেখবেন "ক্লিকের" লেখাটি চলে এসছে।

আপনি একটা ওয়ার্ডের জন্য মাল্টি অটো কারেক্ট কিওয়ার্ড ব্যবহার করতে পারবেন। কোন সমস্যা নাই। এছাড়াও আপনার যদি কোন ওয়ার্ডের অটো কারেক্ট কিওয়ার্ড পছন্দ না হয় তবে আপনি এই একই পদ্ধতি ব্যবহার করে তা ইডিট করে নিতে পারবেন। কোন কি ওয়ার্ড ইডিট করতে চাইলে "Replace" টেক্সট বক্সে ওয়ার্ডটি লিখুন... যদি ওয়ার্ডটি থেকে থাকে তাহলে দেখুন নিচে ওয়ার্ডটি শো করছে। এবার অটাকে সিলেক্ট করে ইডিট করে ফেলুন এবং হয়ে গেলে "Add/Update" বাটনে ক্লিক করে "Save" বাটনে ক্লিক করে দিন।

। এভাবে একবার কষ্ট করে আপনার সমস্যার ওয়ার্ডগুলো যদি ঠিক করে নেন তাহলে পরের বার থেকে কোন সমস্যা ছাড়াই শান্তিতে লিখতে পারবেন। আর যারা এখনো অভ্র পরিবারে যোগ দেননি তারা ইচ্ছা করলে এখানে ক্লিক করে লেটেস্ট ভার্সনটি ডাউনলোড করে নিতে পারবেন। আজকে এটা সামুতে আমার অনির্দিষ্ট কালের জন্য শেষ পোস্ট। জীবিকার তাড়নায় কাল ঢাকায় চাকরিতে ফিরে যেতে হবে।

ছুটি শেষ। আমি রাজশাহীর ছেলে। আপনারা আমার জন্য দোয়া করবেন... সবার জন্য শুভ কামোনা রইলো...  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.