আমাদের কথা খুঁজে নিন

   

সজীবের বিপজ্জনক রসগোল্লা

.... ভেজাল রেডিমিক্স রসগোল্লা বিক্রির অভিযোগে মঙ্গলবার বিশুদ্ধ খাদ্য আদালতে হাজিরা দিয়েছেন উৎপাদক প্রতিষ্ঠানের দুই প্রধান ব্যক্তি সজীব করোরেশনের প্রোডাকশন ম্যানেজার বেলাল হোসেন এবং প্রতিষ্ঠানের প্রধান ও উৎপাদক আবুল হাসেম। মঙ্গলবার দুপুরে প্রায় এক ঘণ্টা ধরে এ মামলার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বিশুদ্ধ খাদ্য আদালতের যুগ্ম জজ শেখ নাজমুল হাসান ২৪ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করেন। আদালত সূত্র জানায়, আগামী শুনানিতেই এ মামলার ভবিষ্য‍ৎ নির্ধারিত হবে। উল্লেখ্য, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর সজীবের রেডিমিক্স রসগোল্লা উৎপাদন, বিপণন ও বাজারজাত করার অভিযোগে বিশুদ্ধ খাদ্য আদালতে মামলা করে ঢাকা সিটি কর্পরোশেননের স্বাস্থ্য বিভাগ।

ল্যাব টেস্টে ভেজাল ও বিপজ্জনক প্রমাণিত হওয়ায় এ মামলা দায়ের করা হয়। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আরও ভেজাল ও নিম্নমানের খাদ্য সামগ্রী বাজারজাত ও উৎপাদনের অভিযোগ রয়েছে। কিছুদিন আগে বিএসটিআই সজীব করোরেশনের কিছু পণ্যের লাইসেন্সও বাতিল করেছে। এর আগে গত জুলাইয়ে পরীক্ষাগারে বিশেষজ্ঞ তত্ত্বাবধানে রাসায়নিক পরীক্ষায় প্রমাণ পাওয়া যায়, ‘সেজান` ব্র্যান্ডের বাজারজাতকারী সংস্থা সজীব করপোরেশন সজীব রেডিমিক্স রসগোল্লা নামে যে পণ্যটি বাজারজাত করছে, তা আসলে রসগোল্লাই নয়। বিশেষজ্ঞরা মত দেন, এই খাদ্যপণ্যটি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।

এ পণ্যে ভয়াবহ মাত্রার ক্ষতিকর উপাদান থাকায় তা বাজার থেকে তুলে নিতেও পরামর্শ দেওয়া হয়। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।