আমাদের কথা খুঁজে নিন

   

চ্যাটিং উইথ গড: সজীবের গান

দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল... 'আমারে তুমি নেওগো খোদা কান্দে পরান খান। তোমার লাগি সইপা দিমু আমার যতো গান... ...নিয়ম কানুন এই দুনিয়ার আমি বুঝি না। রং ছড়াইয়া কইতে কথা আমি জানি না। আমার মনের ভাবের কথার কেউ রাখে নাই মান; তোমার লাগি সইপা দিমু আমার যতো গান। আমারে তুমি নেওগো খোদা কান্দে পরান খান...' চ্যাটিং উইথ গড এলবাম: আরবান টর্বান . কথা ও সুর: সজীব . সংগীত আয়োজন: তাসা . ভিডিও: অংসু পূবের তাল আর পশ্চিমের ধুন, আহ্ আসাধারন সংগীত আয়োজন! আমি কি কোন মারফতি জ্যাজ শুনলাম? একেই কি বলে ফিউশান! পূব আর পশ্চিম মিলে মিশে কেমন করে এমন একাকার হয়! আহা, এমন গান শুনব আমরা অরো শুনব। এমন সংগীতে বিশ্ব মাতুক, একেই বলব আমরা বিশ্ব সংগীত। থ্রী চীয়ার্স টু সজীব!!! হান্ড্রেড চীয়ার্স টু বিশ্ব সংগীত!!!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।