আমাদের কথা খুঁজে নিন

   

সাভার বিপর্যয়ঃ ব্যথানাশক ওষুধের ঘাটতি

এক্সট্রা এনার্জি এক্সচেঞ্জার সাভারে রানা প্লাজায় ভবন ধ্বসে চাপা পড়া অবস্থা থেকে উদ্ধারকৃত বেশিরভাগ আহতদেরই চিকিৎসা দেওয়া হচ্ছে সাভারস্থ এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। বিপর্যয়ের প্রথম দিনে উক্ত হাসপাতাল কর্তৃপক্ষ পর্যাপ্ত ওষুধ-পথ্য থাকার দাবি করলেও, আশাতীত আহত রোগীর চিকিৎসা চলার কারণে ওষুধের মজুদ প্রায় শেষ হয়ে এসেছে। তবে অন্যান্য ওষুধের মধ্যে ব্যাথানাশক ওষুধেরই প্রয়োজন পড়ছে বেশি। এখন জরুরী ভিত্তিতে ওষুধ প্রয়োজন। এছাড়া মাস্ক, গ্লাবস, সুই, কটন, ব্লেডেরও সংকট দেখা দিয়েছে বলে তিনি জানিয়েছেন। একইসঙ্গে শুকনা জাতীয় খাবারের প্রয়োজন দেখা দিয়েছে। তারা এই ভয়ানক জরুরী অবস্থায় সাধারণ মানুষদের কাছে সহযোগীতার আশা করছেন। এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, যারা ওষুধ দিয়ে রানা প্লাজায় আহতদের চিকিৎসায় এগিয়ে আসতে চান, তারা হাসপাতালের নিচতলার ১০৯ নম্বর রুমে যোগাযোগ করে ওষুধ প্রদান করতে পারবেন। ►জরুরী ভিত্তিতে যারা ওষুধ, শুকনা খাবার ও চিকিৎসা উপকরণ দিয়ে সাহায্যের জন্য যোগাযোগ করুনঃ ০১৭১৮ ৮৪৬১০৭ খবরঃ www.sciencetech24.com  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।