আমাদের কথা খুঁজে নিন

   

মরার দেশে ভাল লাগে না ( সম্পূর্ণ )

লীলা'র ২য় অ্যালবাম এর গান । প্রকাশ পাবে শীঘ্রই ।> মরি উপায় কি যে বল না মরার দেশে ভাল লাগে না মরায় মরায় যুক্তি করে জিন্দা ধরে খায় মরায় করে রাজ্য শাসন মরায় দেশ চালায় মরার দাস অনুদাস হইল যে জন খাতির পেল সে-জনা। মরার দেশে প্রেম পিরিতি বাজার দরের মাল টাকায় করে বেচা কেনা প্রেমিক বেসামাল মরার শহর জোড়া শপিং মলে জিন্দা দেখ ক'জনা। মরা মেরে জিন্দা করে জিন্দারই শাসন তারে বলি জ্যান্তে মরা মরেছে ক'জন অরূপ রাহী প্রেমের মরা মানুষ করে ভজনা। মরার দেশে ভাল লাগে না ..................................... গানের দলঃ লীলা কথা, সুর ও কন্ঠঃ অরূপ রাহী ২০১২ Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।