আমাদের কথা খুঁজে নিন

   

সুশীলের স্ত্রী লিংগ কি হবে...? সুশীলা...???

জনতার মুখ চেপে ধরতে নেই,তাহলে পরিনতি হয় ভয়ঙ্কর ! ইদানীং ফেবুতে তথাকথিত সুশীলা শ্রেণীর আনাগোণা দেখতে পাই, আমার পর্যবেক্ষণে সুশীলা শ্রেণীর কতিপয় বৈশিষ্ট্য উল্লেখ করছি। কিছু প্লাস- মাইনাস হতে পারে। সুশীলা হতে চাইলে আপনারাও নিম্নোক্ত পদ্ধতি ফলো করতে পারেন। - প্রথমত দরকার বিশাল প্রোফাইল ইনফো, আমার এই ভাল্লাগে, ওই খারাপ লাগে, হেন করা পছন্দ করিনা, তেন করা একেবারেই সহ্য করিনা, এই করলে খবর আছে, ওই করলে খবরের পর গান শোনার ব্যবস্থা আছে ইত্যাদি ইত্যাদি। স্টার দিয়ে লিখে দিন- অপরিচিত কেউ ফ্রেন্ড রিকো পাঠাইলে কিন্তু রক্ষা নাই...!! এ ব্যাপারে আপ্তকথাঃ চেনা বামুনের পৈতা লাগেনা।

- দ্বিতীয়ত দরকার ছবি অর্থাৎ প্রোফাইল পিকচার। এটা ফটোশপ পাউডারের যুগ, ফটোশপ পাউডার মাখলে কি না হয়- আমার প্রোফাইল পিকটাই ফটো পাউডারের অনন্য উদাহরন। যাইহোক ভাইব্রাদারকে রিকোয়েস্ট করিয়ে একটা মাক্ষি স্টাইলের ছবি তুলিয়ে ভালো করে ফটোশপ পাউডার মাখিয়ে আপ্লোড দিয়ে নিন, প্রোফাইল করে দিন পাব্লিক, সাবস্ক্রাইবারের ঠেলা সামলায় কে...!!! চেহারা সুবিধের না হলে আরেকজন সুন্দরী মহিলার পাশে দাঁড়িয়ে ছবি তোলে যুগ্ম ছবি আপ্লোড দিন, পোলাপানের এতো সময় নাই নামের সাথে ছবি মিলিয়ে দেখে ফ্রেন্ড রিকো পাঠাবে। একটু আঁকা বাঁকা, ঢং করে তোলা মোচড়ানো ছবি হইলে সুবিধা- ধরেন মাথার উপর চুল বাঁধতে বাঁধতে চুলের কাঁটা টা দাঁতে কামড় দিয়া ছবি তোললেন। এ ব্যাপারে দৈববাণীঃ যত সাহসী হবেন তত হিট বাড়বে... সাহসী ব্যাপারটা সম্পর্কে একটু আইডিয়া দেই- ১৯৯৭-৯৮ সালের দিকে কিছু বাংলা সিনেমা হতো, সেখানে মুনমুন, ময়ূরী টাইপের অভিনেত্রীদের সাহসী অভিনেত্রী বলা হতো।

- তৃতীয়ত এবং প্রধানত আপনাকে অতি অবশ্যই প্রোফাইলে লিখে রাখতে হবে সেক্যুলার হিউম্যানিস্ট, হিন্দু নারীদের পরিচয় যেমন তার সিঁদূরে- একজন সুশীলার পরিচয় তার এই রিলিজিয়াস ভিউতে, এটা লিখে রাখলে আপনি অতি অল্প পরিশ্রমে সুশীলা হতে পারবেন। এককালে সুশীল হতে হলে কবিতা, প্রবন্ধ লেখালেখি করতে হতো- তখন তো আর এমন প্রোফাইলে সেক্যুলার হিউম্যানিস্ট লিখে রাখার সিস্টেম ছিলো না। তাছাড়া এটা লিখা থাকলে আপনি নিঃসংকোচে গালাগালি করার লাইসেন্স পাবেন, অনায়াসে 'বালছাল' টাইপের শব্দ ব্যবহার করতে পারবেন- তখন কেউ আপনার প্রগতিশীলতা নিয়ে প্রশ্ন তোলতে পারবে না...! সাথে লিখতে পারেন আপনি পুরুষ বিরোধী কোন তৎপরতার সাথে যুক্ত। আমি সুশীলাদের জন্যে একটা থীম সং ঠিক করেছিঃ মাই নেম ইজ সুশীলা... সুশীলা কি জাওয়ানি... আই এম টু টূঁট ফর ইউ... ট্যাঁ ট্যারেট ট্যাট ট্যাট ট্যা... ট্যাট...!!! (গানের জন্যে কাউকে দায়ী করতে চাইলে ক্যাটরিনা কাইফ কে দায়ী করবেন) এইতো গেল প্রোফাইলের কথা, এবার চলুন দেখি ফেসবুক-সুশীলাদের কার্যাবলী: - মাঝে মাঝে পুরুষদের নানা দোষ ত্রুটি নিয়ে জ্বালাময়ী স্ট্যাটাস দেয়া। - ধর্ম যে তার কাছে কোন বিষয় না সেটা নানাপ্রকার শেয়ার টেয়ার করে বুঝিয়ে দেয়া।

- মাঝে মাঝে বয়ফ্রেন্ডের সাথে হালকা চুম্মাচাট্টির ছবি আপলোড দেয়া। - মাঝে মাঝে ইশারা ইংগিতে বয়ফ্রেন্ডের সাথে পার্কে, চিপায় চাপায় কি হয়েছে সেটা বর্ণনা করা ইত্যাদি ইত্যাদি...!!! (ইহা সম্পূর্ণ কাল্পনিক পোস্ট, কারো কারো সাথে অংশবিশেষ মিলে গেলে তা অনভিপ্রেত বা কাকতাল মাত্র) ***লিখেছেন শুভ কামাল *** আমরা বাঘের বাচ্চা বাংলাদেশী । । নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে আসুন কাজে হাত লাগাই । ।

লাইক এন্ড জয়েন । । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩২ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।