আমাদের কথা খুঁজে নিন

   

ন্যানো প্রযুক্তির শৈল্পিক দিক

‘ক-তে কাদের মোল্লা, তুই রাজাকার তুই রাজাকার’; ‘ক-তে কামারুজ্জামান, তুই রাজাকার তুই রাজাকার’; ‘গ-তে গোলাম আযম, তুই রাজাকার তুই রাজাকার’; ‘স-তে সাকা, তুই রাজাকার তুই রাজাকার’; ‘ম-তে মুজাহিদ, তুই রাজাকার তুই রাজাকার’; ‘ন-তে নিজামী, তুই রাজাকার তুই রাজাকার’; চিকিৎসাবিজ্ঞান ও ইলেকট্রনিক্সে ন্যানো প্রযুক্তির সম্ভাব্য ব্যবহারে কাজ করছেন বিজ্ঞানীরা৷ গ্রিক শব্দ ‘ন্যানোস’ থেকে এসেছে ন্যানো শব্দটি, যার মানে হচ্ছে বামন৷ অণুর নাচন উপরের ছবিতে রঙ, ক্রিস্টল আর রাসায়নিক পদার্থের ক্ষুদ্রতম অংশকে হাজার গুণ বড় আকারে দেখা যাচ্ছে৷ ছবিটির নাম ‘ড্যান্স অফ দ্য মলিকিউলস’ বা অণুর নাচন৷ উজ্জ্বল ফুলের তোড়া জ্বালানি ও কোনো কিছু সংরক্ষিত করে রাখার প্রযুক্তিতে ব্যবহৃত হয় ইন্ডিয়াম, টিন আর অক্সাইড৷ উপরের ছবিতে এসব উপকরণ দিয়ে তৈরি ন্যানোরডের ‘এক্সট্রিম ক্লোজ-আপ’ ছবি দেখা যাচ্ছে৷ মনে হচ্ছে যেন এটা একটা উজ্জ্বল ফুলের তোড়া৷ যেন পড়ন্ত কিউব এই ছবিতে বরফের খাদকে বহুগুণ বড় করে দেখানো হয়েছে৷ মনে হচ্ছে যেন কিউবগুলো নীচের দিকে পড়ে যাচ্ছে৷ অন্ধকারকে উজ্জ্বল করা বড় করে দেখা ডিএনএ৷ ‘ফাখহোকশুলে আখেন’-এর ইনস্টিটিউট ফর ন্যানো অ্যান্ড বায়োটেকনোলজির হাদজি আবুজার এই শিল্পকর্মটি তৈরি করেছেন৷ চিকিৎসায় ন্যানো ছবিটি দেখে মনে হতে পারে ডিম্বাণুর সঙ্গে মিলনের উদ্দেশ্যে শুক্রাণু ছুটে চলেছে৷ কিন্তু আসলে এটি সিলিকার একটি ন্যানোপার্টিকল৷ চিকিৎসকরা দেহের কোষে ওষুধ পৌঁছে দেয়ার জন্য এই পার্টিকল ব্যবহার করেন৷ রাতের আকাশ মনে হচ্ছে যেন ছায়াপথে একটি তারা জন্ম নিচ্ছে৷ কিন্তু আসলে এটা ইলেকট্রন মাইক্রোস্কপের মাধ্যমে দেখা স্টেরয়েড হরমোনের স্ফটিক আকার৷ মানবদেহে থাকা এই স্টেরয়েড হরমোন অনেক কাজ করে থাকে৷ মৌচাক! খেলাধুলার জন্য আমরা যে জুতা পরে থাকি সেটা আরামদায়ক করতে ‘ফোম’ ব্যবহার করা হয়৷ উপরের ছবিটা সেই ফোমের৷ দেখতে মনে হচ্ছে যেন মৌচাক থেকে মধু আহরণ করছে মৌমাছি৷ ন্যানোপ্রযুক্তি সম্পর্কে আরও জানতেঃ ন্যানোপ্রযুক্তি উইকিপিডিয়া সূত্রঃ http://www.dw.de/bengali

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.