আমাদের কথা খুঁজে নিন

   

দুবাইয়ে সপরিবারে ৫ ভারতীয় নাগরিকের ইসলাম গ্রহণ

যখন দেখি চাওয়া পাওয়া শূন্যতে মিলায় তখন আমি এই শহরে কষ্টে বেঁচে খাই দুবাইয়ে ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল এক্টিভিটিজে এসে প্রতিদিনই লোকজন ইসলাম গ্রহণ করে থাকেন। কিন্তু মঙ্গলবার সকালে একটি পরিবারের সবাই এক সঙ্গে সেখানে গিয়ে ইসলাম গ্রহণ করে বেশ আলোচনার জন্ম দিয়েছেন। খালিজ টাইমস এক রিপোর্টে জানিয়েছে একই পরিবারের পাঁচ সদস্য মঙ্গলবার সকালে দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল এক্টিভিটিজে গিয়ে ইসলাম গ্রহণ করেছেন। এ বিভাগের নিউ মুসলিমস শাখার প্রধান হুদা আল কাবি বলেছেন একটি পরিবারের- বাবা, মা, কন্যা, পুত্র এবং পুত্রবধূ- সবাই এক সঙ্গে এসে স্বেচ্ছায় ইসলাম গ্রহণের ইচ্ছা প্রকাশ করেন। হুদা বলেন, ইসলামের ব্যাপারে তাদের সঙ্গে কেউ কোন কথাই বলেননি।

আশ্চর্যের বিষয় হচ্ছে, তারা ইসলামের সহনশীলতা এবং যৌক্তিক নীতিতে মুগ্ধ হয়ে বেশ অনুপ্রাণিত হয়েছেন। হুদা বলেছেন, ওই পরিবারের সবাই এখন ইসলাম শিক্ষা এবং সর্বশক্তিমান আল্লাহর ঘনিষ্ঠ হওয়ার ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছেন। এর সূচনা হিসেবে কারও সঙ্গে পরামর্শ না করেই নিজেদের নাম পরিবর্তন করে আরবিতে রেখেছেন। ওই পরিবারের পিতা নিজের নাম পরিবর্তন করে মোহাম্মদ, মা মরিয়ম, কন্যা আয়েশা, পুত্র ইশা এবং পুত্রবধূ সারা নাম রেখেছেন। ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল এক্টিভিটিজে আসার পর নব মুসলমান হিসেবে তাদেরকে ইসলাম সম্পর্কে আরও বিস্তারিত জানতে এক ব্রিফকেস ভর্তি বই পুস্তক, বুকলেট, সিডি দেয়া হয়েছে।

পিতাসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ইসলাম গ্রহণকারী ইশা বলেছেন, দুবাই একটি শান্তিপূর্ণ শহর। এখানে সারা বিশ্বের মানুষ এক সঙ্গে সুখে শান্তিতে রয়েছেন। ইশা খালিজ টাইমসের সঙ্গে আলাপকালে বলেছেন, তিনিসহ পরিবারের অন্য সদস্যরা ব্যক্তিগত ভাবে মনে করেছেন আল্লাহ কখনও দুইজন বা তিনজন হতে পারেন না। সৃষ্টিকর্তা আল্লাহ কেবল একজনই হতে পারেন। সঠিক পথের সন্ধান পেয়েছেন বলে আনন্দিত সাবেক প্রটেস্ট্যান্ট ক্রিস্ট্রিয়ান জেমস বর্তমানে ইশা নাম ধারণকারী বলেছেন, ইসলামকে দুই বছর ধরে গভীরভাবে পড়ার পরই তিনি সপরিবারে ইসলাম গ্রহণ করেছেন।

এই দুই বছরে তারা পবিত্র কোরানের ইংরেজি অনুবাদসহ অন্যান্য ইসলামিক গ্রন্থ পড়েছেন। ইশা বলেছেন, ইসলাম গ্রহণে তার কোন ধরনের সমস্যাই হয়নি। তিনি বলেন, দেশে আমার আত্মীয়স্বজন আমাদের এ উদ্যোগের ব্যাপারে কোন মন্তব্য করেননি। তবে তিনি দেশে ফিরে তার আত্মীয়স্বজনদের সঙ্গে ইসলামের মহানুভবতা এবং জীবনে সুখী হওয়ার জন্য সঠিক পথে আসার কথা বলবেন। ভারতের হায়দরাবাদের বাসিন্দা ইশা দুবাইকে খুব ভালবাসেন।

তিনি দুবাইকে নিজের দ্বিতীয় আবাস ভূমি হিসেবে বিবেচনা করেন। তিনি বলেছেন, এখানে সবাই শান্তিপূর্ণভাবে বাস করছেন। এ শহরই আমাকে সঠিক পথের সন্ধান দিয়েছে। Five-member Indian family embraces Islam  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।