আমাদের কথা খুঁজে নিন

   

বাজে পোড়া স্ট্যাচু

থমকে যাওয়া সময়ের বিবর্তনে, থমকে দাড়ানো বাজে পোড়া স্ট্যাচু। অপদার্থের মতো দেখেই যাচ্ছি, আর হচ্ছি ঋজু। অনেক ভাবনা অনেক যাতনা, স্বাধ আছে স্বাধ্যি নাই। মাথার উপরে ছেঁড়া আকাশ, পায়ের নিচে মাটি নাই। কি করে যে আবার শুরু করবো! হিসেব আর যে কিছুতেই মেলে না। দুআনা আয় হলে, হারাই চৌদ্দ আনা। বৈরী আবহাওয়ায় সকল কিছুই অধরা, তাই বুঝি মনের ক্ষিধে মিটেনা। খোদা বলে থাকেন উপরতলায়, এত করে ডাকি তিনি তো শুনেন না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।