আমাদের কথা খুঁজে নিন

   

যশোরের শার্শা উপজেলার পাকশিয়া স্কুলমাঠে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা

যশোরের শার্শা উপজেলার পাকশিয়া স্কুলমাঠে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। বুধবার বিকেলে জমজমাট এ আয়োজনকে ঘিরে সীমান্তের ওই গ্রামটি মেতেছিল উৎসবের আমেজে। লাঠি খেলা দেখতে জড়ো হয়েছিল আশপাশের কয়েক গ্রামের সব বয়সের নারী-পুরুষ। কাঠ ফাটা রোদের মধ্যে চলা এ প্রতিযোগিতায় আনন্দ-উল্লাসের কমতি ছিল না কারও মাঝে। আয়োজক কমিটির কর্মকর্তা আব্দুর রব বিশ্বাস বাংলানিউজকে জানান, লাঠি খেলাসহ গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাগুলো হারিয়ে যেতে বসলেও শিববাস, পাকশিয়া, সাড়াতলাসহ এ অঞ্চলের গ্রামে গ্রামে এ খেলাটি ধরে রাখার চেষ্টা অব্যাহত রয়েছে। এদিনের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাই স্থানীয় খেলোয়াড়। স্থানীয় ডিহি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, ৬০’র দশক থেকে এ অঞ্চলে লাঠিখেলার প্রচলন চলে আসছে। এরই ধারাবাহিকতায় এবং গ্রাম-বাংলার ঐতিহ্য ধরে রাখতে তারাও গত কয়েক বছর ধরে এ আসরের আয়োজন করে আসছেন। প্রায় হারিয়ে যাওয়া গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী এ খেলাটি ধরে রাখতে ভবিষ্যতেও তার ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রয়াস অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.