আমাদের কথা খুঁজে নিন

   

আবছা আলোর মহাকাল

আবছা আলোয় ঝাপসা চোখে চলছি হেঁটে অজানা, কাব্য হাতে, গদ্য পথে খুঁজছি জীবন ঠিকানা। ভাটার টানে সাগর পানে ভাঙছি নদী মোহনা, জলসা ঘরে নৃত্য করে ছুঁইছি রঙিন জোছনা। এমনি করে ছন্দে নড়ে শুকনো পাতার ডাল, সোনার তরী সঙ্গ করি ছাড়বো মহাকাল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।