আমাদের কথা খুঁজে নিন

   

রাষ্ট্র বিজ্ঞানী ও 'গণতন্ত্রের জনক অ্যারিস্টটল অনেক বছর আগেই বলে গেছেন, 'গণতন্ত্র হল মূর্খের শাসনবাবস্থা'।।

গনজাগরনের মাধ্যেমে পরিবর্তন সম্ভব....মানুষের চিন্তার পরিবর্তন করাটা জরুরি ....বুদ্ধিবৃত্তিক পুনরজাগরনে বিশ্বাসী একবার এক রাজা রাজ্যজুড়ে ঘোষণা দিলেন ” সাত সাগর তের নদী পাড়ি দিয়ে প্রথম যেই বিশাল পাহাড় আছে, তার গুহায় থাকে এক দৈত্য যার মুখ থেকে আগুনের গোলা বের হয়; এর মাথা থেকে মুকুট টা নিয়ে এসে আমার মেয়েকে যে দিতে পারবে আমি তার সাথেই আমার মেয়ের বিয়ে দিবো । ” তিনি এও বলে দিলেন,”দৈত্যটা ছয় মাস ঘুমায়, ছয় মাস জেগে থাকে। ” এ ঘোষণা শুনে রাজ্যের বুড়ো-জোয়ান অনেকেই রাজসুখের আশায় সেই মুকুট উদ্ধারে রওনা দিল, কেউ আর ফিরে আসলো না। এক রাজকুমার আবার সেই রাজকন্যাকে পছন্দ করতো, সে ভাবল, আমি তো রাজকুমার, আমি পারবো ই। এই বলে সেও রওনা দিলো , গুহা পর্যন্ত পৌঁছিয়ে দেখে দৈত্যটা বেঘোরে ঘুম।

সে তো হাসিমুখে তাজ টা নিয়ে উল্টো দিকে ফিরে হাটা শুরু করলো। সব ঠিক ই ছিলো , শুধু সেই রাজা কিন্তু একটা জিনিস বলে নাই, সেটা হলো, “দৈত্যটা ২ মুখো, এক মুখ সামনে আরেক মুখ পিছনে। যখন এক মুখ ঘুমায় তখন আরেক মুখ জেগে থাকে । ” আর কি ! সেই দ্বিতীয় মুখের আগুনে পুড়ে ছারখার হয়ে গেলো সেই রাজকুমার আর বাকিদের মতো ! কেনো বললাম এ গল্প? গণতন্ত্র হল সেই দু-মুখো দৈত্য যার একমুখ দেখে আমরা খুশিতে বেহুশ হবার উপক্রম হয় আর দ্বিতীয় মুখ সেই বেহুশের সময় তার কর্ম সিদ্ধি করে। আর আমরা হলাম সেইসব বুড়ো-জোয়ান দের মত যারা একটু আশ্বাস পেয়েই পাগলের মতো ভোট দিয়ে রাজারূপী শাসক শ্রেনীকে ক্ষমতার স্বাদ সারাজীবন পাইয়েই রাখি, আর তারা রাজকন্যা পাওয়ার মতো লোভ দেখিয়ে আমাদের সামনে সারাজীবন মূলা ঝূলিয়ে রাখেন, সবাই হয়তো ভেবেছিলেন গল্পের শেষে রাজকুমারের জয়-জয়াকার থাকবে, কিন্তু বাস্তবতা টা ই এরকম, খুব কম দেশ আছে যারা গণতন্ত্রের সুফল পাচ্ছে।

আমরা জানি যে রাজকন্যা পাওয়া সম্ভব না, তারপর ও আশায় বুক বাধি আর ভোট দেই…………তবুও আশাবাদীদের দলে আমি। =মাঝে মাঝে অবাক হয়ে যাবি, এই গনতন্ত্রের জন্যই কি নুর হোসেনের মতো তাজা প্রান চলে গেলো??= — লাগবো না তোর ডিজিটাল বাংলাদেশ,ফেরত দে আমার এনালগ বাংলাদেশ's Photos · লাগবো না তোর ডিজিটাল বাংলাদেশ,ফেরত দে আমার এনালগ বাংলাদেশ's Page  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.