আমাদের কথা খুঁজে নিন

   

এ কোন দানব রাষ্ট্র!

বাংলাদেশ যেন এখন এক ভয়াল মৃত্যুপুরী। কখন মৃত্যু কার জন্য কোথায় অপো করছে কেউ জানে না। এক সেকেন্ড আগে হাস্যময় য্বুক নিমিষে লাশ হয়ে যাচ্ছে। পথে বের হয়ে ঘরে ফেরা যাবে কিনা কোন নিশ্চয়তা নাই। গাড়ী লঞ্চ ট্রেন শেষ পর্যন্ত পরপারে পৌছে দিতে পারে এটা জেনেই গন্তব্যে যাত্রা! পেশাদার দূর্বৃত্তরা তো আছেই, সাথে যোগ হয়েছে পুলিশ র‌্যাব, গন পিটুনী সড়ক দূর্ঘটনা নামের রাষ্ট্রীয় হত্যাকান্ড।

এক ভয়াবহ অবস্থা। কোথাও কোন নিয়ন্ত্রন নাই। আইন আছে কাগজে, বাস্তবে তার প্রয়োগ নাই। কেউ কিছু মানবে না! সেদিন এক সরকারদলীয় আইনজীবি বন্ধুকে বললাম, আপনাদের মহাজোট সরকার তো দেখি শুধু খবরের কাগজে আর টেলিভিশনের পর্দায়। বাজারে রাস্তাঘাটে অফিস আদালতে যার যার সরকার।

ব্যবসায়ীরা বাজারে আপনাদের সরকারকে বুড়ো আঙুল দেখিয়ে ইচ্ছামতো তাদের খেয়াল খুশীর সরকার চালিয়ে যাচ্ছে। রাস্তাঘাটে পুলিশ গাড়ী চালক ফুটপাথ দখলদাররা নিজেদের সরকার কায়েম করে রেখেছে। অফিস আদালতে রাজত্ব এক তষ্কর সরকারের। শুধু সরকারি টাকা লুটের ধান্ধা, পাবলিকের পকেট কাটা আর ভোগান্তি। আজ আসেন কাল আসেন।

এ কাগজ নাই ও সার্টিফিকেট নাই। প্যাঁচ কষে টাকা আদায়! মাথায় টুপী পড়নে জোব্বা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ, ঘুষ না দিলে ফাইল ছাড়েন না। বিকেলে হারামের পয়সায় মেওয়া কিনে সন্তান সন্তুতিদের জন্য বাড়ী নিয়ে যান। সবাই এক একজন ক্ষুদে সরকার। অফিস আদালত চলে তাদের তৈরী আইনে।

মহাজোটের গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কোথাও দেখি না! তারেক মাসুদ মিশুক মুনীরের মৃত্যু বিবেককে আবার নাড়া দিয়ে গেল। এমন অনেক মৃত্যু মাঝে মাঝেই বিবেককে ঝাঁকিয়ে দিয়ে যাচ্ছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।