আমাদের কথা খুঁজে নিন

   

সাবলীল সুস্থ সমাজের চারণভূমি হোক বাংলাদেশ এবং তারুণ্যের অঙ্গীকার!

পাগলামী এক জীবনে হাজারটা উৎসবের মধ্যে সময়টা পার করতে হয়। ধর্ম-বর্ণ,জাত-পাট,ছোট-বড়,উঁচু-নীচু সকলেরই অংশ গ্রহন থাকে সাধ্যের মধ্যে স্বতঃস্ফূর্ত। কিন্তু সামাজিক কিছু কিছু চরিত্রের বিপরীত ক্রীড়াকলাপে যত সমস্যার সৃষ্টি হয়,যত বিভেদের উৎপত্তি,শুরু হয় মানসিক পীড়ন,নষ্ট হয় সাম্প্রদায়িক সম্প্রীতি। এবং খুব সহজেই আমরা ঐ সব খলনায়কদের পাতা ফাঁদে পা দিয়ে বসি এবং অজান্তেই নিজের মানসিকতাকে আমরা নিজেরাই হত্যা করি। সব বুঝি,অনুভব করি,গোল টেবিলে আলোচনায় ঝড় তুলি,সমাজ বদলে দেওয়ার হাপিত্যেশ বাগাড়ম্বর এবং অবশেষে দলছুট মুরগীর বাচ্চার মত চিঁ চিঁ শব্দ তুলে দিক-বিদ্বিগ দৌঁড়া-দৌঁড়ি সম্বল।

স্বশব্দে শপথ করে,মনের কুটিল মানসিকতাকে(বিবেক) সত্য ভাষণে সাবলীল ও সহজ চেতনায় বদলে নেয়া উচিত। এবং অবশ্যই সমাজ বদলে ভূমিকা রাখা উচিৎ আর বদ্‌লে দেয়ার আবশ্যিক মানসিকতায় সমমনা কয়েকজনা কাজ শুরু করে দেয়ার অঙ্গীকার করা কর্তব্য মনেকরি। সত্য মানসিকতায় লেখালিখির মাধ্যমে,নানাবিধ কর্মশালার মাধ্যমে ইতিবাচক মানসিকতা জাগিয়ে তোলার প্রত্যয়ে, সর্বপরি পরিবর্তনের প্রত্যয়ে তরুণ প্রাণের স্ব-হুঙ্কারে জেগে ওঠা উচিৎ বিভ্রান্ত মানসিকতাকে দুমড়ে-মুঁচড়ে তারুণ্যের আগুনে পুরিয়ে। এবং পরিবর্তনের অঙ্গীকারে এক বুক আশায় দল-মত নির্বিশেষে সামনে এগিয়ে যাওয়ার দীপ্ত প্রত্যয় হোক শারদীয় দূর্গা পূজা আর ঈদুল আযহার মহান ত্যাগে। ''ঈদ মোবারক।

'' ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.