আমাদের কথা খুঁজে নিন

   

টেলিটকের থ্রী-জি ঃ ছাগল দিয়ে হাল-চাষ?

আপাতত লিখার কিছু নাই.....ভাবছি কি লিখব... গ্রামে যারা কৃষিকাজ করে থাকেন, উনারা লিখাপড়ায় কম। তারাও জানেন যে হাল-চাষ করতে বলদ লাগে, ছাগল দিয়ে হাল চাষ হয় না। আর আমাদের জ্ঞানী টেলিকম নীতি-নির্ধারনী কতৃপক্ষ এটা মনে হয় জানেন না। তারা ছাগল এনে জুড়ে দিলেন হাল-চাষে, টেলেটককে দিলেন ৩-জি সেবার দ্বায়িত্ব। যারা ২-জি প্রতিযোগিতায় দৌড়ে সবার শেষে, তারাই পেল প্রথম হবার পুরস্কার! সেলুকাস!! অবশ্য বিটিআরসি নিজেও কি সেটাও একটা প্রশ্ন থেকে যায়! বিটিআরসি সময় মত ডাটা দিতে না পারায় এবার আইটিইউ এর দ্বি-বার্ষিক ইন্ডেক্স থেকে বাদ গেছে বাংলাদেশের নাম। যেটিকে আইসিটি তে কোন দেশ কতটা উন্নতা তা যাচাই-য়ের আন্তর্জাতিক মানদন্ড ধরা হয়। আর মন্ত্রীর কতাহ কি বলব ......কার ব্লগে পড়লাম উনি নাকি বলেছেন কথা বলা গেলেই হয় ছবি দেখার কি দরকার? অর্থাত উনি ৩-জি বোঝেন না, আবার দেশের টেলিকম মন্ত্রী। স্বরাষ্ট্র মন্ত্রণাল্যের বিরাট সাফল্যের পর উনি এসেছেন টেলিকম সেক্টরের বারটা বাজানোর জন্য। কে ছাগল কে বলদ কিছুই বুঝতেছিনা......

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.