আমাদের কথা খুঁজে নিন

   

বেহিসেবি মাতাল-১

এক পিতৃ ভক্ত ভদ্র লোক কোন ভাবেই সমাজে তার বাবার নাম প্রতিষ্ঠা করতে পারছিল না। কারন জীবদ্দশায় তার বাবা একজন বিখ্যাত মাতাল ছিলেন, রাত ভর মাতলামি করে রাস্তায় পড়ে থাকতেন। অবশেষে ভদ্র লোক তার বাবার নাম একটু সন্মান জনক পর্যায়ে নিতে একটা উপায় বের করলেন। ভদ্র লোক মদের দোকানে গিয়ে এতো মদ খেলেন এতো মদ খেলেন যে অবশেষে লোকটি মাতাল হলেন তো হলেন ই একেবারে উলঙ্গ হয়ে রাস্তায় পড়ে রইলেন। পরদিন সকালে সবাই বলা বলি কর তে লাগলো যে " বাপ টাই ভাল ছিলো, আর যা হোক মাতাল হয়ে উলঙ্গ হয়ে যেতো না" ......... ভদ্র লোকটির উদ্দেশ্য সফল হলো। বাংলাদেশের রাজনীতি তে বাকশাল শব্দটি একটি ঘৃণিত শব্দ এবং এটা একটা রাজনৈতিক গালি ও বটে। অনেক বঙ্গবন্ধু প্রেমিকের মত আমিও এটাকে বঙ্গবন্ধুর জীবনের সব চেয়ে বড় ভুল বলে মনে করি। যা হোক বঙ্গবন্ধু কন্যা সেই আমলের কলঙ্ক মোচন করার জন্যে কন্যা হিসেবে শপথ নেবেন এটাই স্বাভাবিক। স্বাভাবিক ভাবেই বেসরকারি কোম্পানিতে প্রসাশক নিয়োগ বাকশালের চেয়ে ও আর বড় ভয়াবহ ও মানবতা বিরোধি ......... সুতরাং এটা সফল হলে সবাই এটাই বলবে যে এর চেয়ে বাকশাল-ই ভাল ছিল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।