আমাদের কথা খুঁজে নিন

   

বেহিসেবি মধ্যাহ্ন

যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।

দখিনের জানালায় সোঁদা বাতাস বৃষ্টি হবে তাই মেঘেদের গর্জন, হম্বিতম্বি দূর থেকে ভেসে আসে বন্দী বাঘের ডাক মাংস রেখে গেছে মানুষের দল চিবুনোর ক্ষুধা নেই কেবল ডাক বেঁচে থাকার, কাকে জানান দেবার কাঙ্খা কে জানে লুকোচুরি রোদের সাথে পাখনা মেলা চিল বো ..ও করে পাক খেতে খেতে নেমে আসে খাবলা মেঘরদ্দুর নিয়ে চলে যায় দিগন্তে দূরত্বের ঐ পাশে মৃতের গুঞ্জন গুমগুম করে সরব শহরে দুপুরের আলো বেয়ে ছড়িয়ে পড়ে আশ্চর্য্য নিস্তব্ধতা মেঘের ডাকের ভেতর দিয়ে সিমেন্টের চিৎকার পাশ কাটিয়ে দখিনা বাতাসকে বিদায় জানিয়ে আশ্চর্য্য নিস্তব্ধতা খেলা করে আমাদের দুরুহু অস্তিত্বের ভেতর দেখো; মধ্যাহ্ন জানান দিচ্ছে তীব্র সব হিসেব, বেহিসেবি হবার পর


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।