আমাদের কথা খুঁজে নিন

   

গ্রীণ লাইনের বিরুদ্ধে ১৩ কোটি ১৭ লাখ টাকার মামলা

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত আওয়ামীলীগ নেতা ইফতেখার হোসন শামীমের পরিবার গ্রীণ লাইন পরিবহনের বিরুদ্ধে ১৩ কোটি ১৭ লাখ টাকার তি পূরণ মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার সিলেট জেলা ও দায়রা জজ মোহাম্মদ মিজানুর রহমানের আদালতে এই মামলা করা হয়। মামলায় প্রতিপ করা হয়েছে গ্রীণ লাইন কর্তৃপ, ট্রাকের মালিক ও সংশ্লিষ্ট ইন্স্যুরেন্স কোম্পানীকে। ইফতেখার হোসেন শামীমের তিপূরণ ১০ কোটি টাকা দাবী করে ঐ দুর্ঘটনায় মারাত্মক আহত শামীমের স্ত্রী নাজনীন হোসেন, দুর্ঘনায় আহত তাদের মেয়ে এডভোকেট সেজিন ও দুই পুত্র বাদী হয়ে একটি মামলা করা হয়। অপর মামলা করেন আহত শামীমের স্ত্রী নাজনীন হোসেন।

তিনি তার পঙ্গুত্ব বরণের জন্য ৩ কোটি ১৭ লাখ টাকার তিপূরণ দাবী করে মামলা করেন। বিজ্ঞ বিচারক মামলা দুটি আমলে নিয়ে প্রতিপরে বিরুদ্ধে সমন জারীর ঘোষনা দেন। গত ১১ মে ঢাকা-সিলেট মহাসড়কে বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইফতেখার হোসেন শামীমসহ ৮জন। এতে আহত হন তার স্ত্রী জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি নাজনীন হোসেন, কন্যা অ্যাডভোকেট সেজিন হোসেনসহ বাসের সকল যাত্রী। এই দুর্ঘটনায় আহত নাজনীন হোসেন দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা নিয়েও পুরোপুরি সুস্থ হননি।

তিনি বর্তমানে পঙ্গু অবস্থায় রয়েছেন। সিলেটএক্সপ্রেস.কম ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.