আমাদের কথা খুঁজে নিন

   

মোবাইল ফোন এবং হুজুগে বাচাল বাঙালি

আমি ছাত্রজীবনে মোবাইল ব্যবহার করি নাই। আমার প্রথম মোবাইল ফোন এবং নাম্বার আমার অফিসের দেয়া। সেই নাম্বার ও প্যাকেজ আমি ছয় বছর ধরে ব্যবহার করছি। পত্রিকায় প্রকাশিত অপারেটরদের নানা লোভনীয় বিজ্ঞাপন আমি পড়ি না। চোখ পড়লেও আমার মধ্যে কোনও action trigger করে না।

নানা রকম SMS campaign চলে প্রায়-ই। কোনটাতেই participate করি নাই গত ছয় বছরে। কোনো content provider এর service এ সাবস্ক্রাইব করি নাই। আমার প্রশ্নঃ মোবাইল ফোন নিয়া এত মাতামতির কী দরকার? সময়-ই বা কই অত? ইদানিং আবার অন্যান্য অপারেটরের সুললিত কন্ঠের কাস্টমার কেয়ার ম্যানেজাররা ফোন করে নানা রকম অফার দেয় অপারেটর সুইচ করার জন্য। ৪-৫ মিনিট ধরে অফারের benefit গুলা শুনায়।

শেষে জানতে চায় কবে আমি সুইচ করছি। অল্প কথায় বড় একটা উত্তর দেই আমিঃ জানাই আপনি যে নাম্বারে ফোন করেছেন সেটা একটি কর্পোরেট নাম্বার; আর তাই অপারেটর সুইচ করতে চাইলে আমার অফিসের এডমিন ডিপার্টমেন্টে যোগাযোগ করেন এবং কর্পোরেট ডীল করেন। কাস্টমার কেয়ার ম্যানেজার কোন বাক্য ব্যয় ছাড়া কথোপকথন শেষ করেন। সারারাত ফ্রী টক টাইম, ফ্রী SMS, এই মাসে বেশী কথা বললে পরের মাসে আরো ফ্রী টক টাইম ইত্যাদি নানা অফারে এদেশের যুবসমাজকে মোবাইল কোম্পানীগুলা অস্থির করে রাখছে। BF/GF দের সাথে সারারাত আলাপ করতে করতে শেষরাতে ঘুমাতে যায়।

আর পরের দিন Basic Electrical Engineering ক্লাসে ঝিমায়। ক্লাস শেষে বিকালে BF/GF দের সাথে আবার আড্ডা। ইউনিভার্সিটির ছেলেমেয়েরা পড়াশোনা করবে কখন? জীবনটা সহজ করার জন্য মোবাইল ফোন একটা অনুষঙ। কিন্তু এটাতো আমাদের সর্বস্তরের সবাভাবিক জীবনযত্রাকে বিপথগামী করে দিচ্ছে!!! এই হুজুগে বাচাল বাঙালির চোখ খুলবে কে??? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.