আমাদের কথা খুঁজে নিন

   

এশিয়াঃ সমকামী পুরুষেরা নিজেদের আড়াল করতে বিয়ে করেন।

এএক আকাশেতেই আমাদের ওড়াওড়ি। মধ্য এশিয়ায় সাম্প্রতিক এক জরীপে দেখা গেছে অধিকাংশ সমকামী পুরুষেরা সমাজে নিজেদের সেক্সুয়ালিটি আড়াল করে রাখতে বিয়ে করছেন। হোমোল্যাবের নতুন রিপোর্টের ফল অনুসারে ব্যাপারটি মোটেও আশাজনক নয়। কারণ বিবাহিত দম্পতি কখনোই সুখী হতে পারবে না। কারণ তাদের শারীরিক এবং মানসিক প্রত্যাশা ও প্রাপ্তিতে থাকছে যোজন যোজন ফারাক।

নাম প্রকাশে অনিচ্ছুক ২৩ বছর বয়সী এক উজবেক যুবক উজবেকিস্তানের রাজধানী তাসখন্ড এর সমকামী জীবনের কথা ফুটে ওঠে। যদিও সেখানে সমকামিতা অবৈধ কিন্তু তার একাধিক সমকামী বন্ধু রয়েছে এবং সে মাঝে মাঝেই গে ক্লাবে যায়। “আমার মা মাঝে মাঝে আমাকে জিজ্ঞেস করেন, তুমি সবসময় ডেস্কটপের ওয়ালে মাসলম্যানদের ছবি দিয়ে রাখ কেন? আমি তাকে বলি, আমি তাদের মত বডি বানাতে চাই সেজন্য দিয়ে রাখি। আমার মা হয়তো আমার মনের কথা বুঝতে পারেন। ” – জনৈক উজবেক তরুন।

আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ঘটনাটি খুব বেশী বিরল নয়। আমরা একবারও কি ভেবে দেখব না সেই সব মেয়েগুলোর কথা যারা সংসারে এক অব্যক্ত যন্ত্রণার শিকার হচ্ছে। হয়তো কারো কাছে সেটা প্রকাশ করতে পারছে না। সমকামী পুরুষদের কি বিয়ে করা উচিত! একটি মেয়ের জীবন নষ্ট করার অধিকার কি তাদের আছে? সমকামী- অসমকামী সবার কাছে প্রশ্ন রেখে গেলাম লেখাটি একই সাথে প্রকাশিত হলঃ somodhikar.blogspot.com ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.