আমাদের কথা খুঁজে নিন

   

পুরাই হা হা প গে

সাহারা খাতুন কলকাতায় মমতা ব্যানার্জি এর সাথে দেখা করতে গেছেন তিনি মমতাকে জিজ্ঞেস করলেন কিভাবে তিনি এতো ক্ষমতা আর সাহসের দাপট দেখান। মমতা হেসে বললেন, “ সবচেয়ে গুরুত্বপুর্ণ হল তোমার আশেপাশে সবসময় বুদ্ধিমান আর চৌকস লোক রাখা” সাহারা খাতুন বল লেন, “কিন্তু আমি কিভাবে বুঝব যে আমার আশেপাশের মানুষজন চালাক?” মমতা বললেন, “দেখাচ্ছি” ............ এ বলে তিনি তার সেক্রেটারিকে ডাক দিলেন, “তোমাকে একটা ধাঁধাঁ জিজ্ঞেস করি'' তিনি তাকে জিজ্ঞেস করলেন “আপনারবাবা মা এর একটাই সন্তান, সে আপনার ভাইও না, বোনও না। কে সে?” সেক্রেটারি হেসে জবাব দিলেন “সে হল আমি” সাহারা খাতুন খুব অভিভূত হলেন এটা দেখে তিনি দেশে ফিরে ভাবলেন এটা চেষ্টা করবেন তিনি তার সেক্রেটারিকে ডাক দিয়ে এই প্রশ্ন করলেন “আপনার বাবা মা এর একটাই সন্তান, সে আপনার ভাইও না, বোনও না। কে সে?” সেক্রেটারি জবাব দিতে পারলেন না তিনি তার অফিসের সব কর্মচারিকে ডাকলেন তারাও উত্তর দিতে পারলেন না তিনি তখন অর্থমন্ত্রী আব্দুল মুহিতকে জিজ্ঞেস করলেন তিনিও মাথা চুলকাতে লাগলেন। অর্থমন্ত্রী গিয়ে প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করলেন এই কথা।

“আপনার বাবা মাএর একটাই সন্তান, সে আপনার ভাইও না, বোনও না। কে সে?” প্রধানমন্ত্রী হেসে জবাব দিলেন “সে হল আমি” অর্থমন্ত্রী খুশি হয়ে সাহারা খাতুনকে গিয়ে বললেন, “আমি অনেকক্ষণ চিন্তা করলাম এবং পরে উত্তর খুঁজে পেলাম ধাঁধাঁর” সাহারা খাতুন বললেন “তাহলে বলুন কে সে?” অর্থমন্ত্রী বললেন “সে হল আমাদের প্রধানমন্ত্রী” সাহারা খাতুন হেসে উঠলেন বললেন, “ হয় নি। গাধা... সে হল মমতা ব্যানার্জির সেক্রেটারি। “ পুনশ্চ লেখাটা নিতান্তই কাল্পনিক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিত নয়। আশা করি পাঠকরা ব্যাপারটা বুঝবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।