আমাদের কথা খুঁজে নিন

   

নির্ঘুম রাতের কবিতা

জীবনের জন্যই এই সব কথামালা ১. নির্ঘুম রাতের পান্ডুলিপি জানো তুমি জানো মন ভাঙ্গার সকল কলাকৌশল রাতের আহাজারিতে সুখ ছেকে নাও সুখ পাও এই হৃদয়ের অবিরাম ক্ষরণে ভালোবাসায় তুমি বিষাদ মিশিয়ে দিয়ে ফায়দা লুটো, দীন হীন ভাসে মরণে! দিনান্তে এই সুখ কোথায় জমিয়ে রাখো? রাত ফিরতেই আবার কাদাতে ভালোবাসো! ২. যদি পাঠাতে পারতাম একটা নির্ঘুম রাত জানতে কতটা উপেক্ষা বেচে থাকায় কত ফোটা জল প্রদীপ কে নিষ্ক্রিয় করে জানান দেয়, জীবন ডুবে হতাশায়!!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।