আমাদের কথা খুঁজে নিন

   

নায়ক অনন্ত জলিলকে আমার পছন্দ হয়েছে। - তার কাছেও শেখার কিছু আছে।

ভাঙ্গতে পারবে না আমি ভঙ্গুর নই। ছুঁতে পারবে না কভু যদি ক্ষিপ্র হই। "রিয়েলি আই ডোন্ট বদার - অনন্ত" কত্ত সুন্দর কথা। প্রথম আলোয় দেখলাম। কদিন আগে আমাদের রিসার্স টিমের লিডার বলছিলো একটি ইংরেজি যার মানে বুঝতে কষ্ট হয়েছিলো।

"To make a successful story, compare nobody else" আসলে উনি বলতে চেয়েছিলেন, "To think out of the box, নতুন কিছু করতে চাইলে পুর্বে কারা কি করেছে কিম্বা কি করা সম্ভব/অসম্ভব সেটি চিন্তা না করে চালিয়ে যাও"। আর এভাবেই পৃথিবীতে বড়বড় সফল মানুষের আবির্ভাব হয়েছে। স্টিভ জবস এর একটি কথা এখানে চলে আসে। সবার জানার কথা "Stay Hungry Stay Foolish"। কথাটির মানে কে কতটি জানেন জানি না আমি যেটি জানি সেটির সাথে অনন্ত জলিলের গাধামির কিছুটা মিল আছে।

Stay Hungry মানে হলো আপনি জীবনে যাই অর্জন করুননা কেন আপনি মনে করবেন কিছুই করতে পারেননি এখনো, অনেক কিছু করার বাকি। তাহলে আপনি অনেক কিছু অর্জন করতে পারবেন। এখানে অনন্ত জলিলের গাঁধামির কোন মিল নেই। Stay Foolish মানে হলো আপনি যতই জ্ঞান অর্জন করুননা কেন নিজেকে মূর্খ মনে করবেন তাহলে আপনি জ্ঞান অর্জন করতে চাইবেন। এখানেও অনন্ত জলিলের গাঁধামির কোন মিল নেই।

Stay Foolish এর আরেকটি ব্যাখ্যা আছে সেটি হলো: নতুন কিছু চেষ্টা করছো দেখে কেউ যদি তোমাকে গাঁধাও বলে, তুমি গাঁধাই থাকো, তারপরেও নতুন কিছুর চেষ্টা চালিয়ে যাও। আপনি এমন এমন কাজ করবেন যেটি আগে কেউ করেনি এবং সবাই বলবে এটি করা অসম্ভব। এ কারণেই জ্ঞানীরা সেদিকে পা বাড়ায় না, শুধুমাত্র বোকারাই না বুঝে সেগুলো করার চেষ্টা করে। কিন্তু সত্যটি হলো এভাবেই বোকাদের দ্বারা নতুন জিনিষের আবিস্কার হয়। ঠিক যে উদাহরণ দিয়ে শুরু করেছিলাম সেটির মত।

"To make a successful story, compare nobody else"। যেমনটি স্টিভ জবস যদি নতুন পথে না হাটতেন তবে স্মার্ট ফোন আবিস্কার হতো না। আমাদের অনন্ত জলিল সাহেব ঠিক এই পথেই হেঁটে চলেছেন। কে কি বললো তাতে তার কি আসে যায়?? মানুষ হাসবে চিরাচরিত নিয়মের বাইরে কাউকে কিছু করতে দেখলে, তাতে কান দিলে কি চলে? এজন্য অনন্তর "রিয়েলি আই ডোন্ট বোদার" মানসিকতার প্রশংসা করতে হয়। চালিয়ে যাও অনন্ত, তবে নিজের প্রশংসা একটু কম করে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।