আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বের প্রথম অস্ত্র রপ্তানি ও আমদানিকারক দেশ ....... এবং হিলারীর মা .... ন.... বা .... ধি....কা ....র ..... বুলি !!!

আমরা যারা নির্যাতিত বা লাঞ্চিত- কিভাবে মানবাধিকারধারীদের পদবারে পিষ্ট আমরা ? আমরা আজ ভূখা, আজ আমরা মানুষ জাতি হিসাবে আমাদের মৌলিক অর্জনগুলো কি ? এবং কোন জ্ঞান দিয়ে মানবাধিকারের জ্ঞানভার বহন করছেন, আপনারা ? ভায়েরা আমার বিশ্বাস করেন, মাঝে মাঝে এসব চিন্তা করে এলোমেলো হয়ে যাই- যখন বিভিন্ন প্রশ্ন মনে দোল খাল। ইচ্ছে করে- জুতা দিয়ে পিটিয়ে তাদের হাল নাকাল করি- যারা বিশ্ব মানবতা নিয়ে উচু গলায় কথা বলে আর অন্যদিকে মানবতাকে পদলিত করে। জানেন তো সবাই- বর্তমানে বিশ্বের সব চাইতে বেশি অস্ত্র রপ্তানিকারক দেশ যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্য! আর অন্যদিকে- বেশি অস্ত্র আমদানীকারক দেশ বর্তমানে ভারত! এবার ছোট্ট একটি হিসাব দেখুন- এক সামান্য বুলেটের দাম দিয়ে একজন ভূখা লোকের তিনদিনের খাবার যোগাড় করা যাবে। অর্থ্যাৎ যে পরিমান অস্ত্র আমদানি বা রপ্তানি হয়েছে - তা দিয়ে বিশ্বের ক্ষুধা দুর করে- ক্ষুধামুক্ত বিশ্ব গড়া যেত! এবার চিন্তা করুন- সে অস্ত্র রপ্তানিকারক দেশের পররাষ্ট্র মন্ত্রী হিলারী এবং অন্যান্যরা - বিশ্বের বিভিন্ন দেশে মানবতা নিয়ে আর বিভিন্ন দেশে দেশে যুদ্ধ বিরতি আর অন্যান্য মানবতা সম্পূর্ন বিষয় নিয়ে মহা-ব্যস্ত। মনে হয় যেন তারা পুরো বিশ্বের মানবতা উদ্ধার করে ছাড়বে। আর আমাদের তালিকাভূক্ত বুদ্ধিজীবিরা তাদের সাথে বুদ্ধি বিলাস হয়ে লাইসেন্সধারী বুদ্ধিজীবির রূপ ধারন করেছে! ছিঃ ................. ছিঃ ...................... ছিঃ .............. থু তাদের মুখো মন্ডলে........... থু.......... নির্যাতিত মানুষের সংগ্রাম চলছে ........... চলবে ...........


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.