আমাদের কথা খুঁজে নিন

   

লেখা নিয়ে ভাবনা, লেখা নিয়ে যতকিছু..................

সাম্যের গান গাই- আমার চক্ষে পুরুষ রমনী কোন ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান, সৃষ্টি চির কল্যানকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর...........। আমি রক্তে, মাংসে গড়া অতি সাধারন এক মানুষ........... তবে আমি প্রচন্ড রকমের স্বপ্নবিলাসি। সেসব স্বপ্নের কিছ আবার আসলাম বহুদিন পর লেখার জগতে। আশা করি সবাই বেশ ভালোই আছেন।

ব্লগ খুব বেশি লেখা হয় না বলে যে সামুতে আসি না, তা ঠিক না। সামুতে প্রায় দিনই আসা হয়। অনেকের ব্লগ পড়ি, কমেন্ট করি। ভালো লাগলে + দেই। এমনও সময় ছিল যখন হাতে কলম নিতেই ঝড়ের বেগে লিখে যেতাম।

আমার অনেক লেখা এখনও ঘরের আনাচে-কানাচে পড়ে আছে। খুঁজলে হয়তো পাওয়া যাবে...................... বন্ধুমহলে, পরিচিতদের মাঝে আমার লেখনির বেশ সুনাম শোনা যেত। অনেক সময় এমনও হয়েছে, আমার লেখা গল্প, কবিতা বন্ধুরা নিজের নামে ম্যগাজিন, বিভিন্ন পত্রিকায় ছাপাতো। এতে আমি রাগ হতাম না বা মন খারাপ করতাম না। আমি তখন ভাবতাম, আমার লেখা তাদের কাছে ভালো না লাগলে তারা কখনোই এমন করতো না...................... আমি আমার জীবনে একটা নাটকই তৈরি করেছিলাম, তবে বেশ ছোট নাটক।

এটা ক্লাস এইটে পড়ার সময় তৈরি, পরিচালনা এবং স্কুল ফাংশনে মঞ্চস্থ করেছিলাম। সেবার এই নাটকটার জন্য আমি ফার্স্ট প্রাইজ পাই। সেসময় আমাদের ক্লাসের সবাই যেন আনন্দে ফেঁটে পড়ে...!!! আমার চেয়ে মনে হচ্ছিল ওদের আনন্দই বেশি.................. এমনও সময় গিয়েছে, সারা রাত শুধু লিখেই গিয়েছি................ এসব এখন স্মৃতি হয়ে গেছে। মাঝে মাঝে ঐদিন গুলোর কথা খুব মনে পড়ে। তখন ভীষন খারাপ লাগে.................. আমি লেখার মাঝে আমার ভেতরের মানুষটাকে বোঝার চেষ্টা করতাম।

অনেক দিন না লিখতে লিখতে হাতে মনে হয় মরিচা পড়ে গেছে..........!!!!!!!!! একসময় ভীষন জেদ করে লেখালেখি ছেড়ে দিয়েছিলাম। কদিন যাবৎ একটু একটু করে লেখার সেই ইচ্ছেটা আবার জেগে উঠতে চাইছে। আবার লেখালেখি শুরু করবো কিনা ভাবছি........................ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.