আমাদের কথা খুঁজে নিন

   

খুলনা বিশ্ববিদ্যালয়ঃ হারানো গৌরব

একটা সময় ছিল, যখন সাধারণ জ্ঞানের প্রশ্নে আমরা পড়তাম, বাংলাদেশের কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ে 'সেশন জট' নাই। খুলনা বিশ্ববিদ্যালয় এভাবেই পরিচিত ছিল মানুষের নিকত। আর এখন একটা সময় চলছে , যখন সেশন জট ছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি শেষ করার কথা ভাবাই যায়না। একটু একটু করে বাড়তে বাড়তে এখন প্রায় সব স্কুলেই কমপক্ষে ৬ মাসের সেশন জট চলছে। ইংরেজি আর ইঞ্জিনিয়ারিং স্কুলে আরও এক মাস বেশিই চলছে।

এর মধ্যেই খবর চলে এসেছে, জানুয়ারী মাস থেকে ক্যাম্পাসে ছাত্ররাজনীতির প্রবেশ ঘটবে। এর মধ্যেই শিক্ষকগণের মধ্যে দুইটি দল হয়ে গেছে। একদল শিক্ষক সরকার সমর্থক এবং অন্যপক্ষ প্রগতিশীল ধারণায় বিশ্বাসী। এটা হয়ত ঠিক যে আগের তুলনায় ক্যাম্পাসে সাংস্কৃতিক চর্চা অনেক বেড়েছে। কিন্তু সাংস্কৃতিক চর্চার নামে ওখানে রাজনৈতিক মূল্যবোধ বিকাশের চর্চাই বেশি হয়।

খুলনা বিশ্ববিদ্যালয় যে দিন দিন এক চরম অস্থির ভবিষ্যতের দিকে এগোচ্ছে তা বলাই বাহুল্য। একদা বিরাজমান শান্ত পরিবেশ আজ রাজনীতির করালঘাতে নিত্য ধুঁকছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.